নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসানুজ্জামান মোল্যাকে ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপি’র লাইনওআর পুলিশ পরিদর্শক কাজী গোলাম কবীরকে ডিএমপি’র পরিবহন বিভাগে বদলী করা হয়েছে।