হোম > জাতীয়

গত সপ্তাহে করোনা শনাক্ত ২২২% বেড়েছে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিধিনিষেধের পাশাপাশি টিকাদানে জোর দিয়েও থামানো যাচ্ছে না করোনার ঊর্ধ্বমুখী আচরণ। উল্টো আগের মতো সংক্রমণ বেড়েই চলেছে, যার জন্য করোনার নতুন ধরন ওমিক্রনকে দায়ী করা হচ্ছে। সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে (ধরন) সরিয়ে ওমিক্রন জায়গা দখল করেছে, বাংলাদেশেও ধীরে ধীরে সেটি হতে পারে বলে সতর্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর। 
 
আজ রোববার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। 

নাজমুল ইসলাম বলেন, ‘অনেকের ধারণা, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই দেশের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ দিয়ে নিশ্চিত কোনো তথ্য নয়। ধরে নিতে হবে, দেশে এখনো ডেলটা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণ সেখানে ঘটেছে এবং সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট জায়গা দখল করেছে, ধীরে ধীরে হয়তো বাংলাদেশেও এমনটি হবে।’ 

তিনি বলেন, আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে শনাক্ত রোগী ২২২ শতাংশ বেড়েছে। দেশে নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এটি ক্রমাগতভাবে বাড়তে শুরু করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে এসে পূর্ববর্তী বছরের চিত্র অনেকটাই পাল্টে গেছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই। 

টিকা গ্রহণের হার বাড়াতে হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশে যতসংখ্যক মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন, ততসংখ্যক মানুষ টিকা নিচ্ছেন না। তাই আগ্রহের জায়গাটি বাড়াতে হবে। এক্ষেত্রে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে।’

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ