হোম > জাতীয়

সচিব হলেন ৫ জন, ৬ সচিবের দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনপ্রশাসনের ছয় অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। এ ছাড়া ছয়জন সচিবের দপ্তর বদল করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব করা হয়েছে। আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার পদোন্নতি পেয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব হয়েছেন। 

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবিরকে পদোন্নতির পর রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে আগের পদেই রাখা হয়েছে। এ ছাড়া বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল পদোন্নতির পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। 

অপরদিকে সেতু বিভাগের সচিব মো. আবু বক্কর ছিদ্দীককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। 

এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ে এবং দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রামেন্দ্রনাথ বিশ্বাসকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর নিয়োগ দিয়েছে সরকার। 

আলাদা প্রজ্ঞাপনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ারকে আরও দুই বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। বখতিয়ারের অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি থেকে তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী