হোম > জাতীয়

২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ কারিগরি কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনা সংক্রমণের কারণে ২১ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আর বাড়ছে না বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা-সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে আজ বুধবার রাত ১০টায় জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। যেহেতু করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, তাই এখন চাইলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে। এ ক্ষেত্রে আগামী ২২ তারিখ থেকে মন্ত্রণালয় চাইলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে। দুই ডোজ টিকা দেওয়া থাকলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পারবে। তবে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে করোনা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বৈঠকে আমরা বলেছি, যেহেতু সংক্রমণ হার অনেকটা কমে গিয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আমরা বলে দিয়েছি। কখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সেটা শিক্ষামন্ত্রী জানিয়ে দেবেন।’ 

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান কখন খোলা হবে, সে বিষয়ে জানাতে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ