হোম > জাতীয়

বাইডেনের চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার ঢাকায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পাঠানো মূল চিঠি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হোয়াইট হাউসে পৌঁছে দেবেন। আর জবাবের অনুলিপি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ঢাকা সফররত এক জ্যেষ্ঠ পরিচালক এলিন লাউবাকেরের কাছে গতকাল রোববার পৌঁছে দেওয়া হয়েছে।

রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে দেশের ও ভারতের কয়েকজন সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

চলতি ফেব্রুয়ারির শুরুতে বাইডেন শেখ হাসিনাকে চিঠিটি দেন। চিঠিতে প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সমর্থনের ইচ্ছা ব্যক্ত করেন। পাশাপাশি একটি অবাধ ও মুক্ত ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন স্বপ্নপূরণে অংশীদারত্ব প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

হাছান মাহমুদ বলেন, সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে দুই দেশের সম্পর্ক কীভাবে নতুন উচ্চতায় নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্টের চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও ভারতের আগরতলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্যসহ অন্য সাংবাদিকেরা এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে