হোম > জাতীয়

সাদাপাথর লুটে জড়িত ৪২ রাজনীতিক-সরকারি কর্মকর্তা-পুলিশ-বিজিবি, দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সিলেটের ভোলাগঞ্জ এলাকায় সাদাপাথর লুটপাট ও দুর্নীতির ঘটনায় অন্তত ৪২ জন রাজনীতিক ও সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেছেন, অভিযানে প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুদকের কমিশন সভায় বিষয়টি অনুসন্ধানের জন্য উত্থাপন করা হলে কমিশন সেটি প্রকাশ্যে অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি দুদকের সিলেট কার্যালয় থেকে পরিচালিত এক অভিযানে সাদাপাথর লুটপাটে সরাসরি বা পরোক্ষভাবে সম্পৃক্ত ৪২ জন প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার নাম উঠে আসে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এমনকি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরাও।

দুদকের প্রতিবেদনে জানানো হয়, সংশ্লিষ্টদের মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম রয়েছে। পাশাপাশি প্রশাসনের নির্লিপ্ততা ও নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য সহযোগিতার বিষয়ও উঠে এসেছে তদন্তে।

সম্প্রতি সাদাপাথর চুরি, উদ্ধার ও প্রতিস্থাপন ইস্যু নিয়ে সিলেটের ভোলাগঞ্জ এলাকা দেশজুড়ে আলোচনার কেন্দ্রে আসে। এ ইস্যুতে স্থানীয় জনগণের ক্ষোভ, সংবাদমাধ্যমের অনুসন্ধান ও বিভিন্ন প্রতিবেদন কমিশনের নজরে পড়ে। এরপরই অভিযান চালায় দুদক।

দুদকের মহাপরিচালক জানান, অনুসন্ধান পর্যায়ে অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ধরন বিবেচনায় পরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ