চিকিৎসা শেষে ১৪ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার বেলা ৬টায় গুলশানের নিজ বাসভবন ফিরোজায় নিয়ে আসা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। হার্টের সমস্যা নিয়ে গত ১১ জুন থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। হাসপাতালে ভর্তির পর এনজিওগ্রাম করলে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরই মধ্যে রিং পরিয়ে একটি ব্লক অপসারণ করা হয়।
সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘শি ইজ ডুইং ফাইন। কিন্তু এই মুহূর্তে তিনি (খালেদা জিয়া) কোভিডে আক্রান্ত হলে ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যেতে পারেন। তাই তাঁকে আমরা বাসায় রেখে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছি।’ প্রয়োজন হলে আবারও খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হবে বলে জানান তিনি।
শাহাবুদ্দিন তালুকদার আরও বলেন, ‘খালেদা জিয়ার খাদ্যনালির যে সমস্যা ছিল, সেটি এখন কী অবস্থায় আছে, তা দেখা সম্ভব হয়নি। কারণ সেই ধরনের পরীক্ষা করার মতো তাঁর শারীরিক অবস্থা নেই এই মুহূর্তে।’
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের আরেকজন চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়ার ফুসফুসে পানি চলে এসেছিল। পরে ইনজেকশন দিয়ে সেই পানি সরানো হয়। এখন তাঁর হার্টে পানি নেই।’