ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক ড. পীযুষ দত্ত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁরা এখন নিরাপদে আছেন। আজ অথবা কালের মধ্যে রোমানিয়ায় পৌঁছাবেন। পাশাপাশি রকেট হামলায় নিহত মো. হাদিসুর রহমানের লাশ ফ্রিজ করে রাখা হয়েছে। পরে তাঁর লাশ দেশে আনা হবে।
বিএসসি সূত্র জানায়, ৩৯ ঘণ্টা বাংকারে থাকার পর আজ শনিবার বাংলাদেশ সময় দুপুরের দিকে সেখান থেকে বেরিয়ে আসেন নাবিকেরা। এরপর একটি গাড়িতে করে ২৮ নাবিককে নিয়ে মালদোভার উদ্দেশে যাত্রা শুরু করে উদ্ধারকারী দল। তারা প্রথমে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ মালদোভায় পৌঁছাবেন। আজ-কালের মধ্যে সেখান থেকে নাবিকরা রোমানিয়ায় যাবে। রোমানিয়া থেকেই তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
বিএসসির পরিচালনায় থাকা ১৮০ মিটার দীর্ঘ বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। ২৩ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। ফলে জাহাজের ২৯ নাবিক সেখানে নোঙর করা অবস্থায় জাহাজে আটকা পড়েন। ২ মার্চ ইউক্রেনের স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছু পরে বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় মো. হাদিসুর রহমান নামে এক নাবিকের মৃত্যু হয়। তিনি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বাড়ি বরগুনা জেলা বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে। জাহাজটির ২৯ নাবিকের মধ্যে একজনের মৃত্যুর পর বাকি ২৮ জনকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, স্থানীয় বাংলাদেশি ও ইউক্রেন পোর্ট অথোরিটির সহযোগিতায় জাহাজ থেকে নামিয়ে একটি বাংকারে নিয়ে যাওয়া হয়।