হোম > জাতীয়

ইউক্রেন থেকে রোমানিয়ার পথে ২৮ বাংলাদেশি নাবিক

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক ড. পীযুষ দত্ত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁরা এখন নিরাপদে আছেন। আজ অথবা কালের মধ্যে রোমানিয়ায় পৌঁছাবেন। পাশাপাশি রকেট হামলায় নিহত মো. হাদিসুর রহমানের লাশ ফ্রিজ করে রাখা হয়েছে। পরে তাঁর লাশ দেশে আনা হবে।

বিএসসি সূত্র জানায়, ৩৯ ঘণ্টা বাংকারে থাকার পর আজ শনিবার বাংলাদেশ সময় দুপুরের দিকে সেখান থেকে বেরিয়ে আসেন নাবিকেরা। এরপর একটি গাড়িতে করে ২৮ নাবিককে নিয়ে মালদোভার উদ্দেশে যাত্রা শুরু করে উদ্ধারকারী দল। তারা প্রথমে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ মালদোভায় পৌঁছাবেন। আজ-কালের মধ্যে সেখান থেকে নাবিকরা রোমানিয়ায় যাবে। রোমানিয়া থেকেই তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। 

বিএসসির পরিচালনায় থাকা ১৮০ মিটার দীর্ঘ বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। ২৩ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। ফলে জাহাজের ২৯ নাবিক সেখানে নোঙর করা অবস্থায় জাহাজে আটকা পড়েন। ২ মার্চ ইউক্রেনের স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছু পরে বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় মো. হাদিসুর রহমান নামে এক নাবিকের মৃত্যু হয়। তিনি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বাড়ি বরগুনা জেলা বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে। জাহাজটির ২৯ নাবিকের মধ্যে একজনের মৃত্যুর পর বাকি ২৮ জনকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, স্থানীয় বাংলাদেশি ও ইউক্রেন পোর্ট অথোরিটির সহযোগিতায় জাহাজ থেকে নামিয়ে একটি বাংকারে নিয়ে যাওয়া হয়।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী