হোম > জাতীয়

বাংলাদেশ ও ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখায় জোর 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও ভারতে উন্নয়ন-অগ্রগতির ধারা বজায় রাখতে আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষার বিকল্প নেই বলে মনে করে দুই দেশের সরকার। এ বিষয়টিই আজ বুধবার আলোচিত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে।

দিল্লির সরদার প্যাটেল ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানায়। আজ সন্ধ্যায় দিল্লির হায়দরাবাদ হাউসে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ দিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতেরও ব্যাপক অগ্রগতি হয়েছে। এই উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখা নিয়ে আলোচনা হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ তাদের নিজ দেশ মিয়ানমারে পুনর্বাসন ও মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়েও একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।’ আলোচনা শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর দাহস্থান ও স্মৃতিসৌধ চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন হাছান মাহমুদ।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে এই প্রথম দ্বিপক্ষীয় সফরে গেলেন।

১৬ ডিসেম্বর চালু হবে এন‌ইআইআর, অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা যাবে মার্চ পর্যন্ত

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের করার কিছু নেই: পররাষ্ট্র উপদেষ্টা

‘নিরামিষ ক‍্যাপশনে’ আসিফ-মাহফুজকে শুভকামনা জানালেন ফারুকী, অরিজিনাল ক‍্যাপশন বললেন পারসোনালি

সম্পদের হিসাব দিয়েছি, কূটনৈতিক পাসপোর্ট ক্যানসেল করেছি: আসিফ মাহমুদ

প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিজয় দিবস উপলক্ষে সাজা মওকুফে মুক্তি পাচ্ছেন পাঁচ বন্দী

জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

বিদেশি আইনজীবী চান আনিসুল–সালমান

আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এত অল্প সময়ে তোমরা যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না—আসিফ-মাহফুজকে ড. ইউনূস