হোম > জাতীয়

অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করল সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সরকার দেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই রূপরেখা ঘোষণা করে বলেছেন, বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশ একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকের ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে।

আজ সোমবার এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। 

জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি সব রাষ্ট্রের শ্রদ্ধা, রাজনৈতিক স্বাধীনতা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মৌলিক নীতিমালার আওতায় মোট ১৫টি লক্ষ্য স্থির করে ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করা হয়েছে। 

এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সবার জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পারস্পরিক আস্থা ও সম্মান অক্ষুণ্ন রাখা, অংশীদারত্ব ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সংলাপ ও বোঝাপড়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

১৯৮২ সালের সমুদ্র আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক আইন ও কনভেনশন অনুসারে অবাধ সামুদ্রিক চলাচল ও কোনো দেশের ভূখণ্ড বা জলসীমা দিয়ে আন্তরাষ্ট্রীয় উড়োজাহাজ চলাচলের অধিকারের বিষয়ে পূর্ণ সমর্থন বজায় রাখার কথা রূপরেখায় বলা হয়েছে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আন্তদেশীয় অপরাধ দমনে নীতি কাঠামো প্রণয়ন ও ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়াসকে সমর্থনের কথাও এতে বলা হয়েছে।

নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পণ্য, পরিষেবা, পুঁজি ও জনগণের চলাচল সহজতর করা এবং প্রযুক্তি হস্তান্তর, উন্মুক্ত ও নিরাপদ সাইবার স্পেস, মহাকাশে দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণের কথাও বলেছে বাংলাদেশ।

জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, সামুদ্রিক দূষণ এবং পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাবের চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনভেনশন ও অঙ্গীকারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ধারাবাহিকভাবে দৃশ্যমান কার্যক্রম গ্রহণের কথা রূপরেখায় বলা হয়েছে।

স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে টিকা, রোগ নির্ণয় ও চিকিৎসা সুরক্ষা সামগ্রীর মতো ‘বৈশ্বিক সম্পদ’-এ সবার প্রবেশাধিকার নিশ্চিত করাসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার কথা এতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার