হোম > জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম থাকবে না: লুৎফে সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আর কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, এ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন লুৎফে সিদ্দিকী।

লুৎফে সিদ্দিকী জানান, গত বছর শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় যেসব কর্মী যাচ্ছিলেন না, তাঁদের মধ্যে প্রথম ধাপে আট হাজার কর্মীকে বোয়েসেলের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত মালয়েশিয়ায় পাঠানো হবে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত জানান, বাংলাদেশে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বেশি হওয়ায় মালয়েশিয়া সরকার কিছু নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে যৌথ বৈঠকে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধনের প্রস্তাব আনা হবে।

সাবেক সিন্ডিকেট ইস্যু নিয়ে লুৎফে সিদ্দিকী জানান, মালয়েশিয়া সরকার এ বিষয়ে কোনো শর্ত দেয়নি, এমনকি মামলা প্রত্যাহার নিয়েও কিছু বলেনি। বরং তারা বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর বিষয়টি আন্তমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করছে।

লুৎফে সিদ্দিকী আরও জানান, মালয়েশিয়া সরকার অত্যন্ত আন্তরিকভাবে বিষয়টি দেখছে এবং উভয় দেশই চায়, নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো রকম জটিলতা না থাকে।

উল্লেখ্য, যৌথ ওয়ার্কিং গ্রুপের এই বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. শাহরিন বিন উমর।

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল