হোম > জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম থাকবে না: লুৎফে সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আর কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, এ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন লুৎফে সিদ্দিকী।

লুৎফে সিদ্দিকী জানান, গত বছর শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় যেসব কর্মী যাচ্ছিলেন না, তাঁদের মধ্যে প্রথম ধাপে আট হাজার কর্মীকে বোয়েসেলের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত মালয়েশিয়ায় পাঠানো হবে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত জানান, বাংলাদেশে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বেশি হওয়ায় মালয়েশিয়া সরকার কিছু নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে যৌথ বৈঠকে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধনের প্রস্তাব আনা হবে।

সাবেক সিন্ডিকেট ইস্যু নিয়ে লুৎফে সিদ্দিকী জানান, মালয়েশিয়া সরকার এ বিষয়ে কোনো শর্ত দেয়নি, এমনকি মামলা প্রত্যাহার নিয়েও কিছু বলেনি। বরং তারা বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর বিষয়টি আন্তমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করছে।

লুৎফে সিদ্দিকী আরও জানান, মালয়েশিয়া সরকার অত্যন্ত আন্তরিকভাবে বিষয়টি দেখছে এবং উভয় দেশই চায়, নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো রকম জটিলতা না থাকে।

উল্লেখ্য, যৌথ ওয়ার্কিং গ্রুপের এই বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. শাহরিন বিন উমর।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ