হোম > জাতীয়

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দিতে ২ মাস সময়

আজকের পত্রিকা ডেস্ক­

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে আগামী ২০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ১১ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে প্রতিবেদন দিতে প্রসিকিউশন সময় চেয়ে আবেদন করলে এই দিন ধার্য করা হয়।

আজ যাদের হাজির করা হয়, তাদের মধ্যে ছিলেন— সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডা. দীপু মনি ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর বাইরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদ ও তারেক আব্দুল্লাহ। এদিকে আসামিদের পক্ষে শুনানি করতে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না।

চিফ প্রসিকিউটর শুনানিতে বলেন, ‘প্রতিবেদন প্রায় চূড়ান্ত করা হয়েছে। জাতিসংঘ একটি প্রতিবেদন দিয়েছে। আমরা সেটি যুক্ত করতে চাই। সারাদেশে অপরাধ সংঘটিত হয়েছে। তদন্ত সংস্থা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। সেখানে শিক্ষার্থীরা জানিয়েছেন, আন্দোলনের সময় কিভাবে ছাত্রীদের ধরে নিয়ে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। শিক্ষার্থীরা তাদের মোবাইল থেকে আন্দোলনের সময়ের সেসব ফুটেজ দিচ্ছে। আমরা গুম–খুনের নির্দেশের কল রেকর্ড সংগ্রহ করেছি। এগুলো ফরেনসিক করতে দিয়েছি। তাই প্রতিবেদন দিতে সময় চেয়েছি।

ট্রাইব্যুনাল বলেন, সময় প্রয়োজন হলে নেন। তবে প্রতিবেদন যাতে অসম্পূর্ণ না হয়, বিশ্বাসযোগ্য যাতে হয়। পরে আদালত ২০ এপ্রিল পর্যন্ত সময় মঞ্জুর করেন। এসময় চিফ প্রসিকিউটর ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখাতে হাজির করার আবেদন করনে। আদালত সেটি মঞ্জুর করে ২০ এপ্রিল হাজির করতে নির্দেশ দেন।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির