হোম > জাতীয়

আচরণবিধি লঙ্ঘন করলেন নির্বাচন কমিশনের সাবেক সচিবও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিবিহীন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। এ পর্যন্ত আচরণবিধি ভঙ্গের দায়ে সাবেক, বর্তমান সংসদ সদস্যসহ কমপক্ষে ৩০ জনকে শোকজ করেছে সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী অনুসন্ধান কমিটি। আচরণবিধি লঙ্ঘনের দৌড়ে পিছিয়ে নেই নির্বাচন কমিশনের (ইসি) এক সাবেক সচিবও। তিনি হচ্ছেন সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। আচরণবিধি ভঙ্গের কারণে তাঁর কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে এই আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি। 

আজ শনিবার যুগ্ম-জেলা ও দায়রা জজ কাঁকন দে স্বাক্ষরিত আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা তলবসংক্রান্ত চিঠিতে বলা হয়, ড. মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী গত ২৯ নভেম্বর দুপুরে সুনামগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল শোভাযাত্রাসহ শোডাউন করে গাড়িবহর নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হন। শোডাউন করে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। এর মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত না হওয়ার বিষয়ে আপনার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো এবং প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে কেন ইসিতে প্রতিবেদন পাঠানো হবে না, তা সোমবার ১১টায় আপনি স্বয়ং অথবা আপনার প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। 

উল্লেখ্য, ড. মোহাম্মদ সাদিক ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ছিলেন।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী