হোম > জাতীয়

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ইতিমধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন শিক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন, এইচএসসি পরীক্ষার মতো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে কিনা। তবে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের এ দুশ্চিন্তা দূর করেছেন। তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। 

আজ রোববার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে নতুন সচিবকে বরণ করে নেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

দীপু মনি বলেন, ‘আমি সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি। যেহেতু এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই অনুষ্ঠিত হয়েছে তাই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হবে। তবে সাধারণ জ্ঞানের বিষয়টি ভিন্ন, সেটা যেকোনো জায়গা থেকেই হতে পারে।’ 

শিক্ষার্থীদের টিকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘টিকা কার্যক্রম জোরেশোরে শুরু হয়েছে। মাউশি এবং কারিগরি থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়ে টিকাদান কার্যক্রম একটু ঢিলেঢালা হয়েছে। অভিভাবকদের মাঝেও আগ্রহ কমে গেছে কারণ সংক্রমণ তখন কমে গিয়েছিল। তবে ওমিক্রন যেহেতু আবার দ্রুত ছড়াচ্ছে আমি আশা করছি তারা শিক্ষার্থীদের টিকার আওতায় আনবে।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার কারণে শিক্ষাব্যবস্থায় থাকা ঘাটতি পূরণই এখন বড় চ্যালেঞ্জ। স্কুল এখন খোলা রয়েছে তবে আমরা চেষ্টা করছি ক্লাসের সংখ্যা বাড়ানোর। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে মার্চ পর্যন্ত পুরোপুরি শিক্ষা কার্যক্রম স্বাভাবিক না-ও হতে পারে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরিতে অনেক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।’

মনোনয়নপত্র নিলেন ৩১৪৪ জন, আগামীকালই দাখিলের শেষ সময়

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা