হোম > জাতীয়

‘রাশিয়ার টিকা নিয়ে আলোচনার অগ্রগতি উল্লেখযোগ্য নয়’

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

টিকা কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আলোচনা এখনও চলছে। তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসান্দর ভিকেন্তিভিচ মান্তিৎস্কি।

আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রুশ রাষ্ট্রদূত। বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের জানান তিনি। 

রুশ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আমি আশাবাদী, আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব। 

তিনি বলেন, আমরা রূপপুরে পরমাণু বিদুৎকেন্দ্র নির্মাণ করছি। বাংলাদেশে গ্যাস উত্তোলনে আমরা কাজ করছি। গত বছর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৪০ কোটি ডলারে পৌঁছেছে। আর এ বাণিজ্য ক্রমবর্ধমান। আমার কাজ হচ্ছে এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

রাষ্ট্রদূত হিসেবে সম্পর্কের অগ্রাধিকার বিষয়টি জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। 

বৈঠকে করোনার টিকা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি–না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। 

রাশিয়া থেকে করোনার টিকা নিয়ে কোনো হালনাগাদ তথ্য রয়েছে কি–না? এর উত্তরে রাষ্ট্রদূত আলেকসান্দর বলেন, এখনও বলার মতো কিছু হয়নি। আলোচনা চলছে। এখনও জানি না এর ফল কী এসেছে। তবে বাংলাদেশ টিকা পাবে। তবে এটি বলা সম্ভব নয় কবে সেই টিকা পাবে। 

নীতিগত ভাবে রাশিয়া কি বাংলাদেশকে টিকা দিতে সম্মত? এর উত্তরে তিনি বলেন, কেনার মাধ্যমে বাংলাদেশ রাশিয়া থেকে টিকা পাবে।

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল