ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার একজন ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম পৃথক দুটি অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।
বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহফুজুল হক ভূঞাকে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে শ্যামপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু আনছারকে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলির আদেশ বাতিল করে পূর্বের কর্মস্থলে বহাল রাখা হয়েছে।
অপর এক অফিস আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হারুন উর রশীদকে পেট্রোল পরিদর্শক (পিআই) দারুসসালাম থানা, মতিঝিল বিভাগের পেট্রোল পরিদর্শক (পিআই) আলাউদ্দিন আল আজাদ ও ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিপ্লব ভৌমিককে ট্রাফিক ওয়ারী বিভাগ বদলি করা হয়েছে।
এছাড়াও প্রটেকশন বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মাসুদুর রহমানকে ট্রাফিক মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।