হোম > জাতীয়

প্রথম দিন আপিল আবেদন জমা পড়ছে কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন আবেদন কম জমা পড়ছে।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় আপিল গ্রহণ, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই কয়েক দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার পর্যন্ত আপিল আবেদন করা যাবে। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি হবে।

শুরুর দিন আপিল আবেদন জমা পড়ছে কম। অনেকেই আপিল করার নিয়মকানুন দেখে যাচ্ছেন। বেলা পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে দুটি, ফরিদপুর অঞ্চলে তিন, চট্টগ্রাম অঞ্চলে দুই, ময়মনসিংহ অঞ্চলে চার, বরিশাল অঞ্চলে এক, খুলনা অঞ্চলে এক এবং রংপুর অঞ্চলে একটি আবেদন জমা পড়েছে। আর রাজশাহী, সিলেট ও কুমিল্লা অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।

সংগীতশিল্পী ডলি সায়ন্তনি নির্বাচন ভবনে এসেছেন। তিনি জানান, আপিল আবেদন করবেন। পাবনা-২ আসনে বিএনএমের প্রার্থী ডলি সায়ন্তনীর ক্রেডিট কার্ড-সংক্রান্ত খেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল হয়।

গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৭১৬টি। 

মনোনয়নপত্র বাতিলের কারণ প্রসঙ্গে ইসির যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান বলেন, অনেক কারণ আছে। তবে স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতা রয়েছে; ঋণ-বিলখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতায় বেশিসংখ্যক আবেদন বাতিল হয়েছে।

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ