হোম > জাতীয়

নাহিদের সাবেক পিএ আতিক মোর্শেদের স্ত্রী জুঁইকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাকিয়া সুলতানা জুই ও আতিক মুর্শেদ। ছবি: সংগৃহীত

নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়োগে অনিয়মের অভিযোগের মধ্যে আগামীকাল সোমবার (২ জুন) জুঁইকে দুদকে হাজির হতে বলা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

তিনি আজকের পত্রিকাকে বলেন, নগদের এই কর্মকর্তাকে মোবাইল ফোনে দুদকে তলব করা হয়েছে।

দুদকের একটি সূত্র জানায়, আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক থেকে কোনো চিঠি ইস্যু করা হয়নি। দুদক থেকে ফোন করে ডাকা হয়েছে।

দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে ‘নগদ’র-নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্নসাতের অভিযোগে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।

নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক সত্যতা থাকায় বিষয়টি অধিকতর তদন্ত করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানায় দুদক সূত্রটি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আরও একবার নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদক। তখন ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার, প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা ভেঙে প্রতিষ্ঠানটিতে ৭০ শতাংশ বিদেশি শেয়ারের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।

সে সময় দুদকের অভিযান পরিচালনাকারী টিম নগদের ই-ওয়ালেটের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেনের তথ্য পাওয়ার কথা গণমাধ্যমকে জানায়। এ ছাড়া নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরি করে বেশ কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করছে বলেও জানায় দুদক।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার