হোম > জাতীয়

নাহিদের সাবেক পিএ আতিক মোর্শেদের স্ত্রী জুঁইকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাকিয়া সুলতানা জুই ও আতিক মুর্শেদ। ছবি: সংগৃহীত

নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়োগে অনিয়মের অভিযোগের মধ্যে আগামীকাল সোমবার (২ জুন) জুঁইকে দুদকে হাজির হতে বলা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

তিনি আজকের পত্রিকাকে বলেন, নগদের এই কর্মকর্তাকে মোবাইল ফোনে দুদকে তলব করা হয়েছে।

দুদকের একটি সূত্র জানায়, আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক থেকে কোনো চিঠি ইস্যু করা হয়নি। দুদক থেকে ফোন করে ডাকা হয়েছে।

দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে ‘নগদ’র-নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্নসাতের অভিযোগে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।

নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক সত্যতা থাকায় বিষয়টি অধিকতর তদন্ত করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানায় দুদক সূত্রটি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আরও একবার নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদক। তখন ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার, প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা ভেঙে প্রতিষ্ঠানটিতে ৭০ শতাংশ বিদেশি শেয়ারের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।

সে সময় দুদকের অভিযান পরিচালনাকারী টিম নগদের ই-ওয়ালেটের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেনের তথ্য পাওয়ার কথা গণমাধ্যমকে জানায়। এ ছাড়া নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরি করে বেশ কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করছে বলেও জানায় দুদক।

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলায় শনাক্ত ৩১

হাত ধোয়ার ব্যবস্থা নেই ৪৮ শতাংশ বিদ্যালয়ে

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল