হোম > জাতীয়

সরকারি চাকরিপ্রার্থীরা ফের বয়সে ছাড় পাবেন : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি কম প্রকাশ হয়েছে। এ কারণে চাকরিপ্রার্থীদের বয়সে এবারো ছাড় দেবে সরকার। লকডাউনের মধ্যে যাদের চাকরির পরীক্ষায় আবেদনের বয়স পার হয়ে যাবে, তাদের কয়েক মাস সময় দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সরকারি চাকরিতে সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায়। আর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনীরা সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। আর তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর থেকে নিয়োগ হয়।

লকডাউনের কারণে অনেক সরকারি দপ্তর চাকরির বিজ্ঞপ্তি দিতে পারছে না। ফলে অনেক চাকরিপ্রার্থীর বয়স শেষ হয়ে যাচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, মহামারির মধ্যে যেসব চাকরিপ্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়টি আমাদের মাথায় আছে।

‘লকডাউনের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় তাদের যে ক্ষতিটা হয়েছে আমরা তা পুষিয়ে দেব। গত বছরের মতো একটা সময় তাদের দেওয়া হবে।’

সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, এবার বয়সে কতটুকু ছাড় থাকবে তা সার্কুলারে বলে দেওয়া হবে।

গত বছর করোনা মাহামারির মধ্যে সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে পাঁচ মাস ছাড় দেয় সরকার। ২০১০ সালের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী পাঁচ মাস পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন বা মানুষের চলাচলে বিধিনিষেধ চলছে। আগামী ১৬ মে পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে।

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, থাকছেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল: প্রধান উপদেষ্টা

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব