হোম > অর্থনীতি

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় আরও তিন কর পরিদর্শক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা। ফাইল ছবি

আন্দোলনের মধ্যে বদলি আদেশ ছিঁড়ে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বরখাস্ত কর্মকর্তারা হলেন—কর অঞ্চল-২, ঢাকার কর পরিদর্শক লোকমান আহমেদ; কর অঞ্চল-৬, ঢাকার কর পরিদর্শক রুহুল আমিন এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক মো. আবদুল্লাহ-আল-মামুন।

এনবিআরের পৃথক তিনটি আদেশে বলা হয়েছে, তাঁরা ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের ২২ জুনে জারি করা পাঁচজন উপকর কমিশনারের বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীদেরকে সমর্থন করায় তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা মোতাবেক তাঁদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তাঁরা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে একই কারণে গত মঙ্গলবার ১৪ কর্মকর্তা, বুধবার ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। সব মিলিয়ে এ পর্যন্ত এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২৭ জনকে সাময়িক বরখাস্ত করা হলো।

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন