হোম > জাতীয়

চাকরির তথ্য গোপন: সালাউদ্দিনের মনোনয়ন বাতিল, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করায় চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকা আগামী সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টের ডে-কেয়ার সেন্টারে জমা দিতে হবে।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এসব নির্দেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রার্থীর আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।’

জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ওই প্রার্থী সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। অথচ এই তথ্য গোপন করে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সালাউদ্দিন নিজেকে ওষুধ ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। 

সালাউদ্দিন যে সরকারি চাকরিজীবী, সে বিষয়টি তিনি গোপন করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিষয়টি ধরা পড়েনি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকায় ত্রুটি–বিচ্যুতির কারণে তাঁর প্রার্থিতা বাতিল হয়। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও তাঁর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল থাকে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানেও সাড়া না পেয়ে আপিল করেন চেম্বার আদালতে। চেম্বার আদালত তার প্রার্থীতা গ্রহণ করে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে নির্বাচন কমিশন। আজ চেম্বার আদালত সালাউদ্দিনের প্রার্থীতা বাতিল করেন।

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা