বাংলার সমৃদ্ধি জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় তাঁর মরদেহ মলদোভা সীমান্তে রোমানিয়া রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আনাম চৌধুরী।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে রোববার তার্কিশ এয়ারলাইন্সে করে হাদিসুরের মরদেহ দেশে আনা হবে। রোববার রাত ৮টার দিকে মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। আজ রাত ৮টার দিকে তাঁর মরদেহ মলদোভা সীমান্তে রোমানিয়া রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে শনিবার সকালে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নিয়ে যাওয়া হবে।’
গত ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে ইউক্রেনের মলদোভা বন্দরে আটকা পড়া জাহাজটিতে রকেট হামলা হয়। হামলায় হাদিসুর রহমান নিহত হন। এ ঘটনায় জাহাজে থাকা বাকি ২৮ নাবিকের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাঁরা ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানাতে থাকেন। এ পরিস্থিতিতে গত ৩ মার্চ অক্ষত ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইউক্রেনের একটি বাংকারে নেওয়া হয়। সেখানে হাদিসুরের মরদেহ রেখে বাকি নাবিকদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। গত ৯ মার্চ দুপুর ১২টার দিকে তাঁরা দেশে ফিরেছেন।