ঢাকা: দেশে প্রথমবারের মতো চীনের তৈরি টিকা প্রয়োগ শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
গত ১২ মে চীন সরকারের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছয়। প্রথম ধাপে বাংলাদেশে বসবাসরত প্রায় ৩০ হাজার চীনা নাগরিক ছাড়াও তিন শ্রেণির মানুষকে এই টিকা দেওয়া হবে। করোনা যুদ্ধে সামনে থেকে লড়াই করা মেডিকেল টেকনোলজিস্ট ছাড়াও মেডিকেল ও নার্সিং কলেজ শিক্ষার্থীরা এই টিকা পাবেন। কোভিড চিকিৎসায় ইন্টার্ন চিকিৎসক ও নার্স সংকট কাটাতে তাদের সুরক্ষার কথা ভেবেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রথমে ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকার চারটি কলেজের শিক্ষার্থীদের দেওয়া হবে সিনোফার্মের টিকা। এরপর পর্যায়ক্রমে ঢাকার বাইরে ৩৩টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই টিকা পাবেন।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, গত এক বছর ধরে এমবিবিএস পরীক্ষাগুলো সময়মতো নিতে পারিনি আমরা। এতে করে ইন্টার্ন চিকিৎসকদের একটা বড় সংকট দেখা দিয়েছে। আমরা যদি তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারি তাহলে স্বাস্থ্যসেবার পাশাপাশি অন্যান্য কাজেও তাদেরকে নিয়ে আসতে পারব।
এদিকে গত ২১ মে আরও ছয় লাখ ডোজ টিকা উপহার দেওয়ার কথা জানায় চীনা দূতাবাস। শিগগিরই সেই টিকা এসে পৌঁছনোর কথা রয়েছে। বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চাহিদা অনুযায়ী টিকা দেওয়ার আশ্বাসও দিয়েছে চীন।