(আইভেক) সীমিত পরিসরে আবার কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আপাতত শুধু ঢাকায় অবস্থিত কেন্দ্রটি সীমিত পরিসরে কাজ শুরু করেছে। ভিসার আবেদনের সঙ্গে যে সকল পাসপোর্ট জমা নেওয়া হয়েছে সেগুলো ফেরত দেওয়া ও যে সকল ভিসা ইস্যুর সিদ্ধান্ত হয়েছে সেগুলোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
আইভেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ভিসার আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়টি খুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কেবলমাত্র খুদেবার্তা পাওয়ার পর পাসপোর্ট সংগ্রহের জন্য সেখানে যেতে বলা হয়েছে। সীমিত পরিসরে চালু থাকায় পাসপোর্ট ফেরত দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে।
এর আগে সরকারি চাকরিতে কোটাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলনের একপর্যায়ে গত ৭ আগস্ট আইভেক বন্ধ করা হয়।