হোম > জাতীয়

আইন করে ঋণ খেলাপিদের বিচারের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন আইন করে ঋণ খেলাপিদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জামালপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুর রশীদ। তিনি বলেছেন, ‘প্রায় ২ লাখ কোটি টাকা ঋণ খেলাপি। আমরা ১০টা কোম্পানির নাম শুনি, কিন্তু মালিকের নাম শুনি না। সেই কোম্পানির কাছে ৩০ হাজার কোটি টাকা বসে থাকবে। আর আমরা এ ধরনের কথা শুনব, তা হয় না।’ 

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করে তিনি এসব কথা বলেন। 

ঋণ খেলাপির ৭২ হাজার মামলা ঝুলে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তেজগাঁও কলেজের ২১ বছর অধ্যক্ষ ছিলাম কিন্তু ঢাকা শহরে একটা বাড়ি করতে পারলাম না। মাটি কিনতে পারলাম না। কিন্তু ওই সাহেবেরা আমাদের টাকা নিয়ে এইভাবে মামলার জট দেখাবে, বছরের পর বছর টিকে থাকবে তা হতে দেওয়া যায় না। প্রয়োজনে নতুন আইন করে তাঁদের বিচারের মুখোমুখি করা উচিত।’ 

প্রথমে আবদুর রশীদকে পাঁচ মিনিট সময় দেওয়া হয়। পরে আবারও এক মিনিট বাড়িয়ে দেওয়া হয়। সময় শেষ হলে তিনি আবারও সময় বাড়ানোর দাবি করেন। তিনি বলেন, ‘আর দুইটা মিনিট দেন। প্রধানমন্ত্রী সংসদে থাকার কারণে আমার গতিটা বেড়ে গেছে। তা না হলে পাঁচ মিনিটে বক্তৃতা শেষ করে দিতাম।’ 

আবদুর রশীদ বলেন, ‘আমি যখন স্বতন্ত্র এমপি পদে দাঁড়ালাম। স্ত্রী, বাচ্চাসহ যাচ্ছিলাম। যখন এলেঙ্গা রিসোর্টে বিরতির সময় তখন দেখলাম বিশাল বড় একটা উঁচু গাড়ি। তখন আমার মিসেস বলল এটা কিসের গাড়ি, তাকিয়ে দেখলাম সংসদ সদস্যদের গাড়ি।’ 

নির্বাচিত হওয়ার পরে গাড়ির ক্যাটালগ দেখানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘৬ তারিখে যখন অর্থমন্ত্রী বক্তৃতা দিল, রেট বসাল, বাসায় গেলাম, তাঁদের মন খুব খারাপ। বলে অবস্থা কী? ভ্যাটতো বসানো হয়েছে। তাহলে উপায়! আমরা প্রতিবাদ করেছি আমাদের জায়গা থেকে। প্রধানমন্ত্রী হাসছেন। তিনি যখন হাসেন তখন এটা পজিটিভ। যখন রাগে তা নেতিবাচক।’

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ