হোম > জীবনধারা

কে ক্র্যাফটের আয়োজনে শিশুর পোশাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শীতে থাকে উৎসব আর ছুটির আমেজ। এ সময় শিশুদের স্কুল যেমন বন্ধ থাকে, আবহাওয়াও থাকে আরামদায়ক। তাই শীতকালে অনেকেই বেরিয়ে পড়েন ভ্রমণে। তা ছাড়া নানা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানও থাকে এ সময়। উপলক্ষ যা-ই হোক, শিশুদের কাছে নতুন পোশাক সবকিছুকে আরও রঙিন করে।

এ সময়ে তাই নানা উপলক্ষ ও প্রয়োজনের কথা বিবেচনায় রেখে কে ক্র্যাফট এনেছে শিশুদের জন্য নতুন পোশাক। ইতিমধ্যে এ আয়োজনের সব পোশাক কে ক্র্যাফটের সব স্টোরে পৌঁছে গেছে।

মেয়েদের পোশাকে নজর কাড়বে ভিন্ন স্টাইলের টপসের সঙ্গে প্যান্ট অথবা পালাজো, টপসের সঙ্গে স্কার্ট, এ লাইন পালাজোর সঙ্গে কটি, কাফতানের সঙ্গে প্যান্ট অথবা পালাজো, পাফি ফ্রক, সালোয়ার-কামিজ, কুর্তি, লং ফ্রক, লেহেঙ্গা। ছেলেদের জন্য পাঞ্জাবি, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, কটি। এ ছাড়া থাকছে মা-বাবার সঙ্গে সন্তানদের ম্যাচিং পোশাক। শীতকে কেন্দ্র করে নির্বাচন করা হয়েছে ইনডোর ও আউটডোর উপযোগী গরম কাপড়।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনাসহ সব আউটলেট, অনলাইন শপ kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে পোশাক কেনা যাবে।

জাপানের ‘অলিখিত নিয়ম’—যেগুলো না জানলে বিব্রত হতে পারেন পর্যটকেরা

নতুন বছরে চুলের ছাঁটে বদল আনতে চাচ্ছেন? এই হেয়ারকাটগুলো বিবেচনায় রাখতে পারেন

আজকের রাশিফল: অন্যের নামে সঙ্গীকে ডেকে হুলুস্থুল বাধাবেন, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা

২০২৫ সালের বিয়ের সাজে যা কিছু এল এবং গেল

বিয়ের ঘরোয়া আয়োজনে ভোজন পর্বে যা রাখতে পারেন

যেমন হবে বাইকারদের শীতপোশাক

মধুতে বিষ! শত শত বছর ধরে খেয়ে চলেছে মানুষ এই বিশেষ মধু

শীতে চাদর স্টাইলিং করবেন যেভাবে

সবুজ পৃথিবীর জন্য ২০২৬: নতুন বছরে কিছু পরিবেশবান্ধব সংকল্প নিন

শীতে ময়শ্চারাইজার ব্যবহারের পাশাপাশি খেতে হবে এই কয়েকটি খাবার