ঝরাপাতার নূপুর পায়ে কড়া নাড়ছে শীত। যান্ত্রিক শহরে শীতের আমেজ হয়ে উঠুক উদ্যাপনের উপলক্ষ। এ মৌসুমে বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া আয়োজন করেছে বার-বি-কিউ-এর আয়োজন। উপভোগ করা যাবে শহরের একমাত্র রুফটপ স্কাই গার্ডেন রেস্তোরাঁ রানওয়েতে। অতিথিরা রানওয়ের ব্যস্ততা দেখতে দেখতে রসনায় নিমগ্ন হতে পারবেন নানা স্বাদের খাবারের বর্ণিল পরিবেশনায়।
শীত নগরবাসীকে এনে দেয় উৎসবের উপলক্ষ। তাতে মাত্রা যোগ করে বার-বি-কিউ। তাই বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া এ আয়োজন সাজিয়েছে মাংস আর সামুদ্রিক সম্ভারের বাছাই করা সব পদে। সঙ্গে রয়েছে সেলিব্রিটি শেফের বিশেষ পদ। শুধু তাই নয়, উদ্যাপনকে পূর্ণতা দিতে আরও রয়েছে মকটেল, জুস এবং কোমল পানীয়ের বিস্তৃত সম্ভার। প্রিয়জনকে নিয়ে উপভোগের জন্য থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার।
প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে রানওয়ের দৃশ্যাবলিকে মাতিয়ে দিতেই রানওয়ে করেছে রসনাবিলাসের আয়োজন। প্রাকৃতিক দৃশ্যাবলির সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানে নেওয়া যাবে বৈচিত্র্যময় খাবারের স্বাদ, পরিবার কিংবা প্রিয় জন সান্নিধ্যে।
১২ নভেম্বর থেকে প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন।