হোম > জীবনধারা

চোখের চাপ দূরে থাক

কম্পিউটারের অক্ষরগুলো ছাপার অক্ষরের মতো নয়। ছাপার অক্ষর দেখার জন্য সহজেই চোখ ফোকাস করা যায়। অন্যদিকে মনিটরের অক্ষরগুলোর মধ্যভাগ ভালো দেখা গেলেও পার্শ্বভাগের ঘনত্ব কম হওয়ায় পরিষ্কারভাবে ফোকাস করা যায় না। মনিটরের অক্ষরগুলোর এই ফোকাসের অসমতার জন্য চোখের কাছে দেখার যে প্রক্রিয়া, তা ঠিকমতো কাজ করতে পারে না। এভাবে দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে চোখের নানা উপসর্গ দেখা দেয়। চোখে ব্যথা, চোখ জ্বালাপোড়া করা, চোখের ক্লান্তি, ঝাপসা দেখা, মাঝেমধ্যে একই জিনিস দুটি দেখা এবং মাথাব্যথা কম্পিউটার ভিশন সিনড্রোম রোগের উপসর্গ। 

মুক্ত থাকতে যা করতে হবে

  • চোখ পরীক্ষা 
    কম্পিউটারে কাজ করার আগে চোখ পরীক্ষা করা জরুরি। চশমা ব্যবহারের প্রয়োজনীয়তা থাকলে অবশ্যই তা করতে হবে। চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের জন্য বিশেষভাবে তৈরি কম্পিউটার আই গ্লাস ব্যবহার করতে হবে।
  • সঠিক অবস্থানে মনিটর রাখুন
    কম্পিউটারে কাজ করার জন্য হাইড্রোলিক চেয়ার ব্যবহার করুন। এতে কাজের সময় চোখের উচ্চতা কম্পিউটার মনিটরের থেকে সামান্য উঁচুতে থাকবে। মনিটর চোখের বরাবর রাখুন। বাঁকা থাকলে চোখে ব্যথা হতে পারে। টাইপ করার কপিটি যেখানে-সেখানে না রেখে মনিটরের পাশেই রাখুন ও পরিমিত আলোর ব্যবস্থা করুন। তাতে কাজ আরামদায়ক হবে এবং চোখ ও মাথায় ব্যথা হবে না।
  • গ্লেয়ার কমানো
    কম্পিউটার মনিটরের অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন ও চশমায় অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংকৃত প্লাস্টিকের কাচ ব্যবহার করলে গ্লেয়ার কমানো যায়।
  • সঠিক আলোর ব্যবহার
    ঘরের ভেতরে বা বাইরে থেকে আসা অতিরিক্ত আলো চোখের ব্যথার কারণ হতে পারে। বাইরে থেকে আলো এসে যেন চোখে না লাগে বা কম্পিউটারের পর্দায় না পড়ে, সে জন্য পর্দা, ব্লাইন্ড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। ঘরের আলো হলে বা অফিসের স্বাভাবিক আলোর চেয়ে কিছুটা কম হলে তা চোখের জন্য আরামদায়ক।
  • একটানা কাজ না করা
    গবেষণায় দেখা গেছে, একটানা কম্পিউটারে কাজ করলে চোখের সমস্যা বেশি হয়। তাই প্রতি ৩০ মিনিট কাজ করার পর চোখকে কিছুক্ষণ বিশ্রাম দিন। অন্তত ৫ মিনিট মনিটরের সামনে থেকে চোখ সরিয়ে নিন। ঘন ঘন পলক ফেলুন। পারলে সবুজ গাছপালার দিকে কিছু সময় তাকিয়ে থাকুন।
  • অপলক তাকিয়ে না থাকা
    মনিটরে কাজ করার সময় পলকহীন তাকিয়ে থাকা ঠিক নয়। এতে চোখ শুষ্ক হয়ে যেতে পারে। তাই কাজ করার সময় বারবার চোখে পলক ফেলবেন।

  • চোখের ব্যায়াম
    কাজের ফাঁকে ফাঁকে চোখ কিছুক্ষণ বন্ধ রাখুন। তারপর ঘন ঘন পলক ফেলুন কয়েকবার। এবার বন্ধ চোখ চক্রাকারে ঘোরান–একবার যেদিকে ঘুরিয়েছেন, পরেরবার উল্টো দিকে ঘোরান। এতে চোখের ভালোই ব্যায়াম হয়।
  • কাজের অবসরে চোখ ম্যাসাজ
    কাজের অবসরে চোখ বন্ধ করে দুই হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখুন ১ মিনিট। এবার ছেড়ে দিন। প্রতি অবসরে অন্তত একবার এটা করুন।
  • পরিষ্কার পানির ঝাপটা
    কাজের ফাঁকে চোখে পরিষ্কার পানির ঝাপটা দিন। চোখ জ্বালা করলেই এ কাজটি করা উচিত। কাজের সময় চোখের তাপমাত্রা বৃদ্ধি পেলেও এটা করা উচিত।
  • একটু হাঁটুন
    কাজের বিরতিতে বসে থেকে বিশ্রাম না নিয়ে একটু হাঁটুন। হাঁটলে চোখের উপকার পাবেন। বসে থাকা অবস্থায় চোখের অবস্থান একরকম থাকে আর হাঁটার সময় চোখ অন্য রকম পরিবেশ পাবে।
  • স্ক্রিন প্রটেক্টর
    মনিটরের গায়ে স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন অথবা চোখে জিরো পাওয়ার এআর কোটিং চশমা ব্যবহার করুন। কম্পিউটারে কাজ করতে চোখের জন্য উপকারী এমন চশমা পাবেন বিভিন্ন ভালো সানগ্লাসের দোকানে।
  • মনিটর থেকে নিরাপদ দূরত্ব
    মনিটর থেকে চোখের দূরত্ব দুই ফুট হতে হবে। এতে মনিটর থেকে বের হওয়া আলোকরশ্মি চোখে প্রভাব ফেলতে পারবে না। এ ক্ষেত্রে এলসিডি বা এলইডি মনিটর ব্যবহার ভালো।
  • পেছনে আলো রাখুন
    দীর্ঘ সময় মনিটরের সামনে বসার পরিকল্পনা থাকলে অবশ্যই আপনার ঠিক পেছনে পিঠ বরাবর আলোর ব্যবস্থা রাখুন। সেই আলো মনিটরের আলোর তীব্রতাকে বাধা দেবে।
  • অন্ধকারে মনিটর ব্যবহার নয়
    কখনোই অন্ধকার ঘরে বসে কম্পিউটারে কাজ করা উচিত নয়। আলোর ব্যবস্থা কম থাকলে মনিটরের উজ্জ্বলতা কমিয়ে নিন।
  • বিশেষ পাওয়ারের চশমা

চক্ষু বিশেষজ্ঞরা কম্পিউটারে কাজ করার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই করে বিশেষ পাওয়ারের চশমা দিয়ে থাকেন। ৩৫ বছরের কম বয়সী মানুষের ইউনিফোকাল বা শুধু একটি পাওয়ারের চশমা দিলেই চলে। কিন্তু পঁয়ত্রিশোর্ধ্ব ব্যক্তিদের জন্য কোনো কোনো সময় মাল্টি ফোকাল চশমা ব্যবহার করতে হতে পারে। 

লেখক: সাবেক ফ্যাকাল্টি ও প্রশিক্ষক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র

সুন্দর ও ফিট থাকার ডায়েট

রান্নাঘরের আগুন থেকে সতর্ক হবেন যেভাবে

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

পোশাকেও ক্যান্ডি ফ্লেভার!

কালিজিরা খেলে চুল পাকা কিছু কমে

চাকরিকে ‘সিচুয়েশনশিপ’ হিসেবে দেখছে জেন-জি, বলছে গবেষণা

দীর্ঘদিন কলা টাটকা রাখার উপায়

বাসন ধুতে গিয়ে হাত শুষ্ক হওয়া ঠেকাতে বেছে নিন ডিশওয়াশিং লিকুইডের প্রাকৃতিক বিকল্প

কৃতি শ্যাননের মতো মসৃণ, দাগমুক্ত ত্বক চান? ব্যবহার করুন গ্লিসারিন

আজকের রাশিফল: বিদেশ থেকে কোনো ভালো খবর আসবে, সবকিছুতে যুক্তি খুঁজতে নেই