হোম > জীবনধারা

ঘরে থাক ফুলের সৌরভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের কেনাকাটা প্রায় শেষ। এই শেষ মুহূর্তে ঘরের ভেতরটা কীভাবে সাজাবেন ভেবেছেন কি? বসার কিংবা শোওয়ার ঘরে রাখতে পারেন তাজা ফুলের তোড়া। এটি ঈদের দিন আপনার ঘর রাখবে সতেজ ও সুরভিত। 

বসার ঘরের কোনায়, টি-টেবিলের মাঝ বরাবর, খাবার টেবিলের এক কোনায় এবং শোয়ার ঘরে খাটের এক কোনায় তাজা গোলাপ, গ্লডিওলাস, রজনীগন্ধা রাখতে পারেন। সিরামিক, টেরাকোটা কিংবা মাটির ফুলদানিতে সাজাতে পারেন প্রিয় ফুল। 

দরজার পেছনে ও বসার ঘরে মাঝারি আকারের ফুলদানিতে লম্বা ডাঁটার ফুল রাখতে পারেন। খাবার টেবিলের ওপর ছোট ফুলদানি রেখে ছোট ফুল ও পাতা দিয়ে সাজানো তোড়া রাখতে পারেন। 

বাথরুমের বেসিনের সামনে পছন্দের ফুল রেখে দিতে পারেন। এতে মন ফুরফুরে থাকবে। সুরভিত থাকবে ঘর। 

ফুলদানিতে ফুল রাখলে নিয়মিত পানি বদলাতে হবে। ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে ফুল সতেজ থাকবে। তেরছা ভাবে ফুলের ডগা কেটে রাখতে পারেন। 

কোথায় পাবেন
ঈদের সময় পাড়ার মোড়ে বসা ফুলের দোকান থেকে তাজা ফুল কিনুন। এ ছাড়া পুষ্পনীড় ওয়েডিং প্ল্যানিং অ্যান্ড ইভেন্ট, মারুফ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, স্কাই বর্ন ইভেন্ট অ্যান্ড ওয়েডিং প্ল্যানার, কালার টাচ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে বড় ফুলের দোকানগুলো থেকে কিনতে পারেন পছন্দের ফুল। 

এশিয়ায় নির্ভয়ে ঘোরার নতুন ঠিকানা জাপান

এআই ঢুকছে শ্রেণিকক্ষে, শিক্ষকেরা ঝুঁকছেন মৌখিক পরীক্ষার দিকে

গোল্ডেন গ্লোবস ২০২৬: রেড কার্পেট মাতানো সেরা ১০ তারকার পোশাক

আজকের রাশিফল: সততা বিপদ থেকে বাঁচাবে, প্রেমে পড়ার আগে ব্যাকগ্রাউন্ড যাচাই করুন

পুরোনো মোবাইলকে বানিয়ে ফেলুন সিসি ক্যামেরা

চাষিদের পিঠা উৎসব—গ্রামবাংলার ঐতিহ্যে মিলনমেলা

স্ত্রী রাগ করলে পুরুষেরা প্রায়ই নীরব থাকে কেন

মিথ্যা বলার অভ্যাস ছাড়ার ৫ উপায়

যুক্তরাষ্ট্র যেসব কারণে ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে

শিশুর টিফিনে দিন নানা স্বাদের পুষ্টিকর প্যান কেক