হোম > জীবনধারা

ঘরে থাক ফুলের সৌরভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের কেনাকাটা প্রায় শেষ। এই শেষ মুহূর্তে ঘরের ভেতরটা কীভাবে সাজাবেন ভেবেছেন কি? বসার কিংবা শোওয়ার ঘরে রাখতে পারেন তাজা ফুলের তোড়া। এটি ঈদের দিন আপনার ঘর রাখবে সতেজ ও সুরভিত। 

বসার ঘরের কোনায়, টি-টেবিলের মাঝ বরাবর, খাবার টেবিলের এক কোনায় এবং শোয়ার ঘরে খাটের এক কোনায় তাজা গোলাপ, গ্লডিওলাস, রজনীগন্ধা রাখতে পারেন। সিরামিক, টেরাকোটা কিংবা মাটির ফুলদানিতে সাজাতে পারেন প্রিয় ফুল। 

দরজার পেছনে ও বসার ঘরে মাঝারি আকারের ফুলদানিতে লম্বা ডাঁটার ফুল রাখতে পারেন। খাবার টেবিলের ওপর ছোট ফুলদানি রেখে ছোট ফুল ও পাতা দিয়ে সাজানো তোড়া রাখতে পারেন। 

বাথরুমের বেসিনের সামনে পছন্দের ফুল রেখে দিতে পারেন। এতে মন ফুরফুরে থাকবে। সুরভিত থাকবে ঘর। 

ফুলদানিতে ফুল রাখলে নিয়মিত পানি বদলাতে হবে। ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে ফুল সতেজ থাকবে। তেরছা ভাবে ফুলের ডগা কেটে রাখতে পারেন। 

কোথায় পাবেন
ঈদের সময় পাড়ার মোড়ে বসা ফুলের দোকান থেকে তাজা ফুল কিনুন। এ ছাড়া পুষ্পনীড় ওয়েডিং প্ল্যানিং অ্যান্ড ইভেন্ট, মারুফ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, স্কাই বর্ন ইভেন্ট অ্যান্ড ওয়েডিং প্ল্যানার, কালার টাচ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে বড় ফুলের দোকানগুলো থেকে কিনতে পারেন পছন্দের ফুল। 

ভ্রমণ ব্যয় বাড়তে পারে ৫ পর্যটন গন্তব্যে

বুকিং ডটকমের মাধ্যমে বাড়ছে প্রতারণার ফাঁদ

ফ্রেম থেকে বয়স কমাতে চাইলে এড়িয়ে চলুন ৭ ভুল

জীবনচাকার গতি ধীর করে ফেলছেন না তো?

আজকের রাশিফল: স্বামী-স্ত্রীর মারাত্মক মিলমিশ থাকবে, ক্রাশ ভাইয়া বা আপু ডাকতে পারে

পিঠা তৈরির চালের গুঁড়ো দিয়ে তৈরি করুন ঘরোয়া ফেসপ্যাক

সিনেমা দেখতে দেখতে খেতে পারেন চিকেন কাঠি কাবাব

নিয়মিত সুস্থ ও ইনজুরি মুক্ত থাকতে ৯ অভ্যাস গড়ে তুলুন

জেন-জি প্রজন্মের আসক্তি কী এই ‘লিটল ট্রিট’

শীতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন