ঢাকা: হালকা মিষ্টি স্বাদের জামরুল মোটামুটি সবারই প্রিয় একটা ফল। ফলটি দেখতে ছোট হলেও পুষ্টিগুণ অনেক বেশি। সহজলভ্য এই ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই গরমে সুস্থ থাকতে চাইলে নিয়মিত জামরুল খেতে পারেন।
জামরুলে অনেক পুষ্টিগুণ। এতে খনিজ পদার্থ আছে কমলার তিন গুণ। এতে লিচু এবং আঙুরের তুলনায় দ্বিগুণ ক্যালসিয়াম, পেঁপে ও কাঁঠালের তুলনায় বেশি আয়রন এবং আপেল, আমের তুলনায় বেশি আছে ফসফরাস ।
জামরুলের উপকারিতা: