১৫ মার্চ ২০২৩ লাইফস্টাইল ব্র্যান্ড ইশো আধুনিক বাসস্থানের জন্য চালু করেছে তাদের মন্টপেলিয়ার লাক্সারি কালেকশন। ১৯৫০ দশকের ফরাসি নকশা থেকে অনুপ্রাণিত মার্জিত এই কালেকশনটিতে ভাস্কর্য এবং শৈল্পিক উপাদানের আলোকপাত করা হয়েছে।
ফরাসির নকশা শৈলী, ধরন এবং লেখকের বিস্তৃত পরিসর থেকে অনুপ্রাণিত হওয়ায় তা বিশেষ গুরুত্ব লাভ করেছে। অ্যাভান্ট-গার্ড স্পিরিট এবং কার্যকারিতার সঙ্গে সম্পৃক্ত নান্দনিকতার ওপর ভিত্তি করে তৈরি মার্জিত ও নিখুঁত নির্মাণের মন্টপেলিয়ার লাক্সারি কালেকশন।
মসৃণ, বৃত্তাকার সিলুয়েট দ্বারা সংজ্ঞায়িত, ইশোর মন্টপেলিয়ার লাক্সারি সিরিজের আসবাবগুলো লিভিং স্পেস, ডাইনিং স্পেস ও বেডরুমগুলোকে একটি অভিজাত্য এনে দেবে। ঈদকে সামনে রেখে, নতুন এই কালেকশনের মাধ্যমে কাস্টমাররা যাতে তাঁদের ঘরকে নতুন একটি রূপ ও আবহ দিতে পারে, সেই সুযোগ দিচ্ছে ইশো।
মন্টপেলিয়ার কালেকশনটি পাওয়া যাচ্ছে ইশো স্টোরে। এ ছাড়া ঝামেলামুক্ত শপিং ও দ্রুত ডেলিভারির সুবিধা নিতে ঘরে বসেই www.isho.com থেকে অনলাইনেও কেনাকাটা করা যাবে।