হোম > জীবনধারা

সিরামিকের কাপ

প্রিয় কাপ সেটের একটার হাতল ভেঙে গেছে? কোনো চিন্তা নেই। আপনার প্রিয় কাপ আপনার কাছেই থাকবে। শুধু একটু অন্যভাবে ব্যবহার করবেন, এই আরকি! কী কী করতে পারেন সেই হাতলভাঙা কাপ দিয়ে?

পিনকুশন
সুই, পিন বাক্সে পুরে না রেখে পিনকুশনে রাখলে কাজের সুবিধা হয়। আর এই পিনকুশন রাখতেই কাজে লাগতে পারে অব্যবহৃত কাপগুলো। কাপের ভেতর তুলা বা ফোম গোল করে ভরে তার ওপর চশমা মোছার পুরোনো কাপড় জড়িয়ে নিন। এবার সুই ও পিন গেঁথে রাখলেই হলো।

কেক স্ট্যান্ড
বাহারি নকশা করা কাপটি আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না? অসুবিধা নেই, চা পান ছাড়াও এ কাপটিকে ব্যবহার করতে পারেন ডাইনিংয়ের অন্য কাজে। এ জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। প্রথমে কাপটিকে উল্টো করে রাখুন। এবার কাপের নিচের গোল অংশে গ্লু গান লাগান। তারপর একটা হাফপ্লেট বা বড় প্লেট কাপের ওপর বসিয়ে দিন। ব্যস্‌, হয়ে গেল কেকস্ট্যান্ড।

সাকুলেন্ট লাগাতে
সাকুলেন্টে পানি কম লাগে। তাই অব্যবহৃত ছোট্ট কাপে রাখতে পারেন সাকুলেন্ট। কাপটি জানালা, টেবিল, স্নানঘর, ড্রেসিং টেবিলের ওপর রেখে দিন। কাপটিও কাজে লাগল, সঙ্গে পাতা ছড়াল সবুজ গাছটিও।

পাখির খাবার দিতে 
বাড়ির সামনে বুঝি ছোট্ট একটা বাগান আছে? পাখিরাও আসতে ভোলে না? তাহলে তাদের আপ্যায়নের ব্যবস্থাই হোক না! বাগানে কোনো উঁচু স্থানে পিরিচের ওপর কাপ রেখে তাতে রাখতে পারেন চাল, ছোট ফল বা পানি।

অলংকার রাখতে
এক্সক্লুসিভ কাপ সেট ছাড়া হয়ে গেলে ফেলতেও মায়া লাগে। দেখার মতো এই কাপগুলো শোভা পেতে পারে আপনার ড্রেসিং টেবিলে। তাতে রাখুন লকেট, আংটি, ব্রেসলেট, চুলের কাঁটা ইত্যাদি অলংকার।

সূত্র: স্যাড টু হ্যাপি প্রজেক্ট

অনুষ্ঠানের আগে ত্বকের যত্ন নেবেন যেভাবে

ডেটি ডিসেম্বর: বিশ্বের অন্যতম বড় উৎসব

এক অগোছালো স্ক্র্যাপবুকের ফ্যাশন স্মৃতি: ২০০০ থেকে ২০২৫ এ প্রত্যাবর্তন

আজকের রাশিফল: প্রেমে বিয়ের কথা বললেই ব্লক খাবেন, দুঃখের পোস্টে হা হা পাবেন

ত্বকের তারুণ্য ধরে রাখতে শুধু প্রসাধনী নয়, খাদ্যতালিকার দিকেও নজর দিন

আপনার কি শুধুই দেরি হয়ে যায়? জেনে নিন বিজ্ঞান কী বলছে

২০২৬ সালে লিপস্টিকের যে ৫টি ট্রেন্ড জনপ্রিয় হবে

সব চর্বি কি সবার জন্য সমান ক্ষতিকর

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে বিয়ে আর ঋণ—দুটাই সমান বিপজ্জনক

উৎসবে ঘরের আবহ বদলে দেবে আলোর ব্যবহার