হোম > জীবনধারা

ফ্যাশনেবল ব্যাগ

তানিয়া ফেরদৌস

বেরোতে গেলে তো ব্যাগ নিতেই হয় জীবনের প্রয়োজনে। আবার নারীর প্রধানতম ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও ব্যাগ এক অপরিহার্য বস্তু। তবে যুগের পরিবর্তনশীল হাওয়া এবং সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ডে পাঁচটি ব্যাগ বেশ আলোচিত। জানাচ্ছেন তানিয়া ফেরদৌস। 

ঢাউস আকৃতির টটে ব্যাগ
অনিয়মিত শেপের এই ওভারসাইজড বা ঢাউস আকৃতির ঝোলা ব্যাগগুলো আজকের দিনে আমাদের পরম বন্ধু হয়ে উঠছে। সাধারণত নরম ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই ব্যাগগুলোয় প্রয়োজনীয় সবকিছু এঁটে যাওয়ার পরও বেশ জায়গা থাকবে। অত্যন্ত ফ্যাশনেবল এই টটে ব্যাগগুলো আজকাল বেশ রংচঙে করে বানানো হচ্ছে।

মাইক্রো ব্যাগ
নাম শুনেই বোঝা যাচ্ছে, হালফ্যাশনে ব্যাগের জগতে সাম্প্রতিকতম সংযোজনটি অত্যন্ত ছোট আকৃতির পার্সবিশেষ। ব্যবহারিক গুরুত্বের দিক থেকে খুব বেশি তাৎপর্যপূর্ণ না হলেও এই ক্ষুদ্র কিন্তু নজরকাড়া রং ও ডিজাইনের ব্যাগগুলো হাতে নিয়ে সান্ধ্য আয়োজন বা যেকোনো ফরমাল নৈশভোজে যাওয়ার দিকে অত্যন্ত আগ্রহী হচ্ছে তরুণ প্রজন্ম।

লোমশ বা কুশন দেওয়া ব্যাগ
বর্তমান সময়ে সবচেয়ে ফ্যাশনেবল আর অভিনব এই ব্যাগগুলোর ক্রমবর্ধমান বৈশ্বিক জনপ্রিয়তা যে আকাশচুম্বী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বের সব নামী ব্র্যান্ড এখন ঝুঁকছে নরম, লোমশ, স্পর্শে আরামদায়ক ফক্স ফার বা কৃত্রিম লোমশ ম্যাটেরিয়াল দিয়ে ব্যাগ তৈরির ব্যাপারে। আবার ফোমের পুর দিয়ে কুইল্টিং করে বানানো নাদুস-নুদুস ‘পাফি ব্যাগ’ এখনকার জেন জি প্রজন্মের নয়নের মণি হয়ে উঠেছে।

চাংকি চেইন হ্যান্ডেল ব্যাগ
ব্যাগের হাতল বা হ্যান্ডেলের বদলে রীতিমতো শিকল আকৃতির চেইন ব্যবহার করা হয় এই অত্যাধুনিক ডিজাইনের ব্যাগগুলোয় ৷ প্রথাগত রমণীয়-কমনীয় নারীসুলভ সূক্ষ্ম কারুকাজের সম্পূর্ণ বিপ্রতীপ এই ফ্যাশন ট্রেন্ড এখন খুবই জনপ্রিয়।

ধাতব জালিদার ব্যাগ
রেট্রো ধাঁচের এই ধাতব ম্যাটেরিয়ালে তৈরি ঝকমকে ব্যাগগুলো সত্তর দশকের দিনগুলো মনে করিয়ে দিলেও আজকাল পার্টি লুকের সঙ্গে এই ব্যাগের আবেদন একেবারেই অনন্যসাধারণ হয়ে উঠেছে। প্রাচীনকালের বর্মের আদলে বুনানো চেইনমেইল বা নেট প্যাটার্নে ধাতব লিংক দিয়ে বানানো এই ব্যাগগুলো এখন নামী-দামি ফ্যাশন তারকাদের থেকে শুরু করে সাধারণ মানুষ–সবার কাছেই অত্যন্ত জনপ্রিয়।

সূত্র: হার্পার্স বাজার, ভোগ অনলাইন

এই ডিসেম্বরে যা কিছু করতে পারেন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

শীতকালে কলা খাবেন কি না

অনুষ্ঠিত হলো দেশের প্রথম এআইএমএস সার্টিফায়েড ৩০ কিলোমিটার ম্যারাথন

মানসিক সমস্যার কারণে চুলকানি হলে কী করবেন

বিলাসিতার স্বাদে মোড়া পৃথিবীর সবচেয়ে দামি খাবার

২০২৬ সালের জন্য এয়ারবিএনবি-এর পূর্বাভাস

আজকের রাশিফল: চায়ের বিল না দেওয়া বন্ধুদের সাহায্য করুন, সন্ধ্যার দিকে ভালো খবর

শীতকালে শুষ্ক ত্বকের যত্নের সহজ প্রতিকার