হোম > জীবনধারা

বরেণ্য ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরেণ্য ফ্যাশন ডিজাইনার এমদাদ হক মারা গেছেন। আজ শুক্রবার দুপুর ২টা ১৬ মিনিটে তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

ডিজাইনার এমদাদ হক ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের উপসভাপতি ও ‘মেধা’ সংগঠনের প্রতিষ্ঠাতা।

কয়েক বছর আগেই কিডনির সমস্যা ধরা পড়ে তাঁর। এরপর কিডনি প্রতিস্থাপনও করা হয়। মাসখানেক আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে তাঁকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। ৫০ দিন তিনি এ অবস্থায় থেকে আজ দুপুর ২টা ১৬ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সহসভাপতি হিসেবে তাঁর শুরুটা হয়েছিল সাময়িকপত্র বিচিত্রায় লেখালেখি দিয়ে। বাংলাদেশে ফ্যাশন সাংবাদিকতার ভিত গড়ে দেয় এই বিচিত্রা। পরে তিনি লেখাপড়া শেষ করে যোগ দেন ব্র্যাকের রেশম প্রকল্পে। 

সেখান থেকে যোগ দেন গ্রামীণ উদ্যোগর, ১৯৯৭ সালে। গ্রামীণের অন্যান্য প্রকল্পেও তিনি কাজ করেছেন। ২০০২ সালে গ্রামীণ উদ্যোগের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সেখান থেকে বের হয়ে শুরু করেন ‘বাংলার মেলা’। পরবর্তী সময়ে নিজেই শুরু করেন ‘স্টুডিও এমদাদ’ নামের নতুন উদ্যোগ।

চাকরিকে ‘সিচুয়েশনশিপ’ হিসেবে দেখছে জেন-জি, বলছে গবেষণা

দীর্ঘদিন কলা টাটকা রাখার উপায়

বাসন ধুতে গিয়ে হাত শুষ্ক হওয়া ঠেকাতে বেছে নিন ডিশওয়াশিং লিকুইডের প্রাকৃতিক বিকল্প

কৃতি শ্যাননের মতো মসৃণ, দাগমুক্ত ত্বক চান? ব্যবহার করুন গ্লিসারিন

আজকের রাশিফল: বিদেশ থেকে কোনো ভালো খবর আসবে, সবকিছুতে যুক্তি খুঁজতে নেই

পরিচিত এই ১০ নারীর সম্পদের পরিমাণ জানলে চমকে যাবেন

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতিতে বিপাকে ভ্রমণপিয়াসিরা

আমেরিকান সমাজে একাকিত্বের নতুন বাস্তবতা

এ বছরের সেরা ১০ ভ্রমণ গন্তব্য

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা