হোম > জীবনধারা

ক্যাটরিনা যে ফেসপ্যাক ব্যবহার করেন

সম্প্রতি বলিউডের যেসব তারকার জীবনযাপন নিয়ে চর্চা হচ্ছে, তাঁদের মধ্যে ক্যাটরিনা কাইফ রয়েছেন প্রথম সারিতে। সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা তাঁর স্বচ্ছ, মসৃণ ত্বকের রহস্য জানতে উদ্‌গ্রীব।

সম্প্রতি ভোগ ম্যাগাজিনের বরাতে জানা গেল এই তারকা রূপ রুটিনে যে প্যাক ব্যবহার করেন তা নিতান্তই ঘরোয়া। ওটমিল ও মধুর মিশ্রণে তৈরি এ প্যাক সপ্তাহে একদিন ত্বকে মাখেন তিনি। 

ক্যাটরিনা জানান, ঘরোয়া রূপচর্চাতেই তিনি ভরসা পান বেশি। কড়া রোদে শুটিংয়ের পর ত্বক ঠান্ডা রাখতে ও ত্বককে আরাম দিতে তিনি ওটমিল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন। ব্যথানাশক এই প্যাক তাঁর ত্বক কোমল রাখতেও সহায়তা করে। 

ক্যাটরিনা যে উপায়ে ওটমিলের প্যাক তৈরি করেন তা মূলত শুষ্ক ত্বকে ব্যবহারের উপযোগী। এক টেবিল চামচ ওটমিল গুঁড়ের সঙ্গে এক টেবিল চামচ মধু, আধা টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও আধা টেবিল চামচ গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নেন তিনি। মুখ পরিষ্কার করে এই প্যাক লাগিয়ে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলেন। ফেসপ্যাকের মধ্যকার এই উপাদানগুলো ত্বক আর্দ্র রাখে ও ত্বকের মরা কোষ ঝরাতে সাহায্য করে। 

সূত্র: ভোগ ম্যাগাজিন

সবুজ পৃথিবীর জন্য ২০২৬: নতুন বছরে কিছু পরিবেশবান্ধব সংকল্প নিন

শীতে ময়শ্চারাইজার ব্যবহারের পাশাপাশি খেতে হবে এই কয়েকটি খাবার

জেন-জি প্রজন্ম কি আসলে ভীত?

আজকের রাশিফল: প্রেমের সম্ভাবনা নষ্ট করবে অহংকার, সময় নিয়ে দাঁত মাজুন

চ্যাপা শুঁটকির পিঠা

২০২৬-এর ডায়েট রেজল্যুশন: নতুন বছর শুরু হোক টেকসই অভ্যাস নিয়ে

কোরিয়ানরা কেন কালো-সাদা পোশাকে ‘আসক্ত’

মাথার ওপর মরুকরণ: কেন বিশ্বজুড়ে কমছে পুরুষের চুলের ঘনত্ব

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে—শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

অতিরিক্ত খাওয়ার অভিযোগে বিয়ে বাতিল