হোম > জীবনধারা

বাল্ব ফিউজড হলে কনফিউজড হবেন না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাল্ব ফিউজড হলেও কনফিউজড হওয়ার কিছু নেই। সেটিও কাজে লাগাতে পারবেন একটুখানি চিন্তা করলেই। কিছু মানুষ আছেন, যাঁরা ফেলে দেওয়া বা নষ্ট হওয়া জিনিসপত্র দিয়ে নতুন কিছু বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আপনিও চেষ্টা করুন।

খুদে টেরেরিয়াম
বাল্ব লাইটের ভেতরে বানিয়ে ফেলতে পারেন খুদে টেরেরিয়াম। চিমটা দিয়ে বাল্বের ভেতরের ধাতব ও অন্যান্য অংশ বের করে নিতে হবে। স্পঞ্জ দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে ফিউজড বাল্ব। এরপর বাল্বের ভেতরে বালু, মাটি ও কয়লা দিয়ে পানির স্বল্প চাহিদা রয়েছে এমন গাছ লাগিয়ে দিন। খুদে এ টেরেরিয়াম জানালার ধার ঘেঁষে ঝুলিয়েও দিতে পারেন।

তেলের বাতি
ভাবতে পারেন, আলো ছড়ানো বাল্বটি নষ্ট হয়ে যাওয়ার পরও আলো দেবে? লোডশেডিং হলে মোমবাতি, হারিকেন বা তেলের বাতির মতো এই বাল্বও ব্যবহার করা যাবে। এর জন্য বাল্বের পেছনের প্যাঁচ খুলে ভেতরের মেটাল বের করে নিতে হবে। এরপর কাচের বাল্বের ভেতর কেরোসিন তেল ঢেলে কাপড় পেঁচিয়ে সলতে বানিয়ে তেলে ডুবিয়ে দিলেই অসময়ে আলো দেবে ফিউজড পুরোনো বাল্ব।

ছোট্ট ফুলদানি
ওপরের একই উপায়ে বাল্ব প্রস্তুত করে ভেতরে পানি ঢেলে নিন। এবার এতে ভিজিয়ে রাখতে পারেন তাজা ফুল। বসার ঘরে ঝুলিয়ে দিতে পারেন এই ফুলদানি। বাড়তি শোভা পাবে ঘরটি। ফুল ছাড়াও পানিতে বেড়ে ওঠে এমন গাছ, যেমন মানি প্ল্যান্ট ও কয়েন প্ল্যান্টও রাখা যেতে পারে। চাইলে বাল্বের পানিতে রাখতে পারেন রঙিন পাথর বা ছোট শামুকের খোলস।

শোপিস
এবার একটু রং-তুলি নিয়ে বসতে হবে। লাগবে অ্যাক্রিলিক রং। প্রথমে বাল্বটিকে সাদা রং করে নিন। এবার লম্বালম্বিভাবে অর্ধেকটা কালো রং করে নিন। এবার কমলা ঠোঁট, পা আর চোখ দুটো এঁকে নিলেই হবে পেঙ্গুইন। এ ছাড়া পছন্দমতো নকশা এঁকে, গ্লিটার ব্যবহার করে বানিয়ে নিতে পারেন ঘর সাজানোর শোপিস। 

সূত্র: হোমড ইট

মিথ্যা বলার অভ্যাস ছাড়ার ৫ উপায়

যুক্তরাষ্ট্র যেসব কারণে ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে

শিশুর টিফিনে দিন নানা স্বাদের পুষ্টিকর প্যান কেক

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

ডিমের একঘেয়ে রেসিপি ছেড়ে খান স্ক্র্যাম্বলড এগ

গোসলে শান্তি পেতে ব্যবহার করুন বাথ সল্ট

দীর্ঘ জীবন নিশ্চিত করার ব্যায়ামের দিকে মানুষ ঝুঁকবে এ বছর

২৭ বছর হেঁটে পৃথিবী ভ্রমণ

হাকালুকির হিজল বনে

বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হাবিপ্রবির নেপালি শিক্ষার্থীরা