হোম > জীবনধারা

সুপারি পাতার প্লেটে আঁকি

সুনেহ্‌রী আলম

ঘরের দেয়াল সাজানোর জন্য এটি হতে পারে দারুণ এক শো-পিস। এ জন্য কিছুই নয়, একটু ইচ্ছাশক্তি প্রয়োজন।

যা লাগবে
সুপারি প্লেট, অ্যাক্রিলিক রং, ২ ও ৪ নম্বর তুলি, কার্বন পেপার, ড্রয়িং পেপার, সাইনপেন, মাস্কিন টেপ, কাঁচি, পেনসিল ও কালার প্যালেট। 

চলো করি
সুপারির প্লেটটির মাপ অনুযায়ী একটি বৃত্ত আঁকতে হবে। বৃত্তের মাঝে পেনসিল দিয়ে এঁকে ফেলতে হবে টোকান পাখি ও মনস্টেরা পাতার ছোট্ট একটা বন। ছবিটি এঁকে নেওয়ার পর বৃত্তর লাইন বরাবর কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে কাগজটি। একইভাবে ও একই মাপে কালো কার্বন পেপারটি কেটে নিতে হবে। তারপর ড্রয়িং করা কাগজটির নিচে কেটে নেওয়া কালো কার্বন বসাতে হবে। এই দুই পেপার সুপারি প্লেটটির ওপর মাস্কিন টেপ দিয়ে লাগিয়ে ফেলতে হবে। এর পর কলম কিংবা পেনসিল দিয়ে পেপারটির ওপর আগের ড্রয়িংয়ের লাইন ধরে ধরে ড্রয়িং করতে হবে। আঁকা শেষ হলে কাগজগুলো উঠিয়ে ফেলতে হবে। প্লেটের চিত্রটি দেখতে অস্পষ্ট মনে হলে সাইনপেন দিয়ে এঁকে নেওয়া যেতে পারে। এর পর প্রথমে কালার প্যালেটে প্রয়োজনমতো অ্যাক্রিলিক রং ঢেলে তুলি দিয়ে বিষয়বস্তুগুলো রং করতে হবে। খালি জায়গায় ইচ্ছেমতো পছন্দের রং দিয়ে সামঞ্জস্য করে অনিয়মিতভাবে রং করে ফেলতে হবে। শুকিয়ে গেলে সাজিয়ে ফেলো তোমার পছন্দের দেয়ালে।

স্কুল: তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
বয়স: ১৫ 
শ্রেণি: ১০ম

এই ডিসেম্বরে যা কিছু করতে পারেন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

শীতকালে কলা খাবেন কি না

অনুষ্ঠিত হলো দেশের প্রথম এআইএমএস সার্টিফায়েড ৩০ কিলোমিটার ম্যারাথন

মানসিক সমস্যার কারণে চুলকানি হলে কী করবেন

বিলাসিতার স্বাদে মোড়া পৃথিবীর সবচেয়ে দামি খাবার

২০২৬ সালের জন্য এয়ারবিএনবি-এর পূর্বাভাস

আজকের রাশিফল: চায়ের বিল না দেওয়া বন্ধুদের সাহায্য করুন, সন্ধ্যার দিকে ভালো খবর

শীতকালে শুষ্ক ত্বকের যত্নের সহজ প্রতিকার