রাতজাগা, অসুস্থতা, কাজের চাপ বা দুশ্চিন্তা যা-ই বলুন না কেন, তার ছাপ কিন্তু বয়ে বেড়ায় আপনার চোখজোড়া। বলা হচ্ছে, চোখের নিচে ছায়ার মতো পড়ে থাকা কালো দাগের কথা। তবে যা-ই বলুন না কেন, চোখের কোণের কালি দূর করার সহজ সমাধান রয়েছে আপনার ঘরেই।
একটি টেবিল চামচ এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। বের করে ঠান্ডা চামচটি দুই চোখে এক মিনিট করে রাখুন। এভাবে চামচটি যতক্ষণ ঠান্ডা থাকে, ততক্ষণ করুন। দিনের শুরু ও শেষে দুইবার এভাবে যত্ন নিলে ধীরে ধীরে চোখের কোণের কালি মুছে যাবে।
শসার রস চোখের কোণের কালো দাগ দূর করে। শসার রস করে তাতে তুলো ভিজিয়ে চোখের ওপর রেখে দিন ১৫ মিনিট। চোখের বিশ্রামও হলো, কালো দাগও হালকা হলো।
লিকার চা তৈরির পর টিব্যাগগুলো ফেলে না দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। বাইরে থেকে ফেরার পর এই টিব্যাগ চোখের ওপর রেখে সোফায় গা এলিয়ে দিন। ১৫ মিনিট পর পানির ঝাপ্টা দিয়ে ধুয়ে ফেলুন। টানা কদিন ব্যবহারেই উপকার টের পাবেন।
আলু থেঁতো করে ফ্রিজে ঠান্ডা করুন। এবার চোখের ওপর রাখুন ১০ মিনিট। আলুগুলো তুলে আঙুলের ডগা দিয়ে আলতো ম্যাসাজ করে পানির ঝাপ্টায় ধুয়ে নিন। ভালো ফল পাবেন।
কাঁচা দুধে তুলা ভিজিয়ে চোখের ওপর ও নিচ মুছে নিন। শুকিয়ে এলে আরও একবার মুছুন। এভাবে কয়েকবার করুন। তারপর ঠান্ডা পানির ঝাপ্টায় ধুয়ে ফেলুন। জাদুর মতো কাজ করবে।