হোম > জীবনধারা

হাল ফ্যাশনের শ্রাগ

শ্রাগ। একরঙা হোক বা ছাপা–ঢিলেঢালা কোটির মতো এই পোশাক নতুন ফ্যাশনের স্মার্ট অনুষঙ্গ হিসেবে অনেকখানি জায়গা জুড়ে আছে। বিশেষত তরুণী ও টিনএজার মেয়েরা পোশাকটি লুফে নিয়েছে। গায়ে ফতুয়া, টপস, টি-শার্ট, কামিজ, কুর্তি বা গাউন যা-ই চড়ানো হোক না কেন, সবকিছুর সঙ্গেই মানায় এটি। ব্যবহারের সুবিধা থাকায় অনেকে ওড়নার বিকল্প হিসেবে পোশাকের ওপর পরছেন ক্ল্যাসিক কাট, বাটারফ্লাই, লেস, রাফল, ভিসকস জার্সি, ওভারসাইজড ধরনের শ্রাগ।  

২০১৪–২০১৫ সালে নিট ফেব্রিকসে তৈরি হতো লম্বা হাতার জ্যাকেটের মতো একধরনের কোটি। বিবর্তনের ধারায় ও স্টাইল বদলের ফ্যাশন বিশ্বে পোশাকটি মূলত কাভার অন হিসেবে ব্যবহৃত হতো। এখন পোশাকটি কেবল এক ছাঁটে আটকে নেই। বর্তমানে শ্রাগ তৈরি হচ্ছে অনেকটা ওড়নার পরিবর্তে ব্যবহার করার মতো করে।

ফ্যাশন ব্র্যান্ড ইয়েলোর ডিজাইনার এ কে ওয়াসিম উদ্দীন আহমেদ বলেন, ‘কোন ধরনের শ্রাগ পরা হবে, তা নির্ভর করে ব্যক্তি কোন ধরনের পোশাক পরে অভ্যস্ত তার ওপর। আমরা ডিজাইন করছি বিভিন্ন ফ্যাব্রিক ও অর্নামেন্টের শ্রাগ। ফলে যিনি সব সময় ওয়েস্টার্ন পরেন, তিনিও ব্যবহার করতে পারবেন। যিনি সালোয়ার–কামিজ পরছেন, তিনিও ব্যবহার করতে পারবেন। আবার গাউনের সঙ্গেও মানিয়ে যাচ্ছে।’

ওয়াসিম আহমেদ জানান, শ্রাগের কাটিং বিভিন্ন রকম হতে পারে। নি লেন্থ, ওয়েস্ট লেন্থ, ফুল লেন্থ। এই পোশাক মূলত ভেতরের পোশাককে আরও দৃষ্টিনন্দন করে। 
যেমন—একরঙা গাউনের সঙ্গে ওয়েস্টলাইনের শ্রাগ মানানসই। সে ক্ষেত্রে সেই শ্রাগের নকশা যদি একটু জমকালো হয়, তাহলে গাউনটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আবার টি–শার্টের ক্ষেত্রে নি লেন্থের শ্রাগই বেশি পরা হয়। জিগজ্যাগ কাটিং, বুকে কুচি রয়েছে এমন জর্জেটের শ্রাগ বেশি মানানসই এ ক্ষেত্রে। কামিজকে আরেকটু দৃষ্টিনন্দন করার জন্য ওয়েস্ট, হিপলাইন বা থাই লেংথ বরাবর শ্রাগ মানায়।

কারণ কামিজ হাঁটু পর্যন্ত বা এর নিচ পর্যন্ত লম্বা থাকে। আর কামিজের নিচের অংশে কমবেশি নকশা করা থাকে। ফলে এমন শ্রাগ পরা উচিত, যা কামিজে নতুন আবেদন যোগ করবে আবার কামিজের নকশাকেও ঢেকে ফেলবে না। থ্রি কোয়ার্টার বা ফুল হাতার পোশাকের সঙ্গে স্লিভলেস শ্রাগ মানানসই। এতে হাতার নকশা দৃশ্যমান থাকে। অন্যদিকে টি–শার্টের হাতা ছোট থাকে, ফলে লম্বা হাতার শ্রাগই বেশি ব্যবহৃত হয়।  

কোথায় পাবেন
এখন এক্সক্লুসিভ শ্রাগ নকশা করছে দেশীয় অনেক ফ্যাশন ব্র্যান্ড। লা রিভ, ইয়েলোর শোরুমসহ যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, মৌচাক, নিউমার্কেটেও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শ্রাগ। এ ছাড়া ফেসবুকের বিভিন্ন পেজে পাওয়া যায় কাস্টমাইজড শ্রাগ। ফেসবুক পেজ ‘জাতাব’ ডিজাইনার শ্রাগ নিয়েই কাজ করছে। জর্জেট, সিল্ক ও সুতির শ্রাগগুলো প্রতিদিন ব্যবহারের উপযোগী। অনুষ্ঠানে পরার উপযোগী শ্রাগে থাকছে বিভিন্ন ধরনের নকশা। ওয়েস্ট, থাই ও নি লেন্থের শ্রাগ তৈরি করছে তারা। মূলত ফুল স্লিভের শ্রাগ নিয়ে এসেছে তারা। প্রাধান্য পাচ্ছে বেল স্লিভ, অ্যাঞ্জেল স্লিভ, ক্রেপ স্লিভ ও প্যাগোডা স্লিভ। এগুলোর দাম ১ হাজার ২০০ থেকে শুরু করে প্রায় ২০০০ টাকা পর্যন্ত। যেকোনো শহরের নিউমার্কেট বা সুপার মার্কেটে খুঁজলে পছন্দসই শ্রাগ পাওয়া যাবে।  

মধুতে বিষ! শত শত বছর ধরে খেয়ে চলেছে মানুষ এই বিশেষ মধু

শীতে চাদর স্টাইলিং করবেন যেভাবে

সবুজ পৃথিবীর জন্য ২০২৬: নতুন বছরে কিছু পরিবেশবান্ধব সংকল্প নিন

শীতে ময়শ্চারাইজার ব্যবহারের পাশাপাশি খেতে হবে এই কয়েকটি খাবার

জেন-জি প্রজন্ম কি আসলে ভীত?

আজকের রাশিফল: প্রেমের সম্ভাবনা নষ্ট করবে অহংকার, সময় নিয়ে দাঁত মাজুন

চ্যাপা শুঁটকির পিঠা

২০২৬-এর ডায়েট রেজল্যুশন: নতুন বছর শুরু হোক টেকসই অভ্যাস নিয়ে

কোরিয়ানরা কেন কালো-সাদা পোশাকে ‘আসক্ত’

মাথার ওপর মরুকরণ: কেন বিশ্বজুড়ে কমছে পুরুষের চুলের ঘনত্ব