হোম > জীবনধারা

কাচের বোতল

কাশি হলে বাড়িতে অনায়াসে চলে আসে কফের সিরাপ। সেই বোতল আবার দুই ধরনের হয়। কাচের ও প্লাস্টিকের। কাচের সিরাপের বোতলগুলো স্বচ্ছ হয় না। কালচে খয়েরি রঙের হয় সাধারণত। ওষুধ শেষ হয়ে গেলে সিরাপের সেই বোতলগুলো আমরা ময়লার ঝুড়িতে ফেলে দিই। কিন্তু জানেন কি, এই বোতলগুলো হয়ে উঠতে পারে আপনার বাড়ির অন্দরসজ্জার উপকরণ?

  • সিরাপ শেষ হয়ে গেলে বোতলটি গরম পানি ও ডিটারজেন্ট মেশানো পাত্রে ভিজিয়ে রাখুন সারা রাত। এতে বোতলের গায়ে লাগানো কাগজটির আঠা নরম হয়ে যাবে। এরপর ভালো করে বোতলটি ধুয়ে শুকিয়ে নিন। বোতলের রং যেহেতু কালোর দিকে, সেহেতু সাদা অ্যাক্রিলিক রং দিয়ে বোতলের গায়ে নকশা করুন। লতানো ঘন নকশা ভালো দেখাবে। তবে সাদা ছাড়া আর কোনো রং ওই ধরনের বোতলে মানাবে না। নকশা করা হয়ে গেলে ভালোভাবে শুকিয়ে যাওয়ার জন্য সময় দিন। এবার পানিতে বেড়ে ওঠে এমন গাছ এই বোতলে রাখতে পারেন। বোতলটি দেয়ালে ঝুলিয়ে রাখতে পারেন। সে জন্য সুতো দিয়ে বোতলের মুখের অংশ বেঁধে ঝুলিয়ে দিতে পারেন দেয়ালে।
  • যাঁরা সেলাই করেন, তাঁদের সংগ্রহে বিভিন্ন ধরনের বোতাম ও পুঁতি থাকে। এগুলো সিরাপের পুরোনো বোতলে ভরে রাখা যায়। তাহলে হারাবেও না আর ছোট ছোট এই জিনিস ব্যবহার করাও সহজ হবে।
  • বাড়িতে জীবাণুনাশকের ব্যবহার এখন অনেক বেড়েছে। স্প্রে বোতল হিসেবে ব্যবহার করতে পারেন পুরোনো সিরাপের বোতল। এই বোতলে জীবাণুনাশক তরল পূর্ণ করে মুখ অনুযায়ী স্প্রে নোজল লাগিয়ে নিলেই হলো।

সরিষা, কালিজিরা, জিরা, মেথি, পাঁচফোড়ন এ ধরনের শস্য বা মসলা রাখার জন্য ছোট ছোট কাচের সিরাপের বোতল ব্যবহার করতে পারেন। চাইলে বোতলগুলোয় রং দিয়ে লিখে রাখতে পারেন সেগুলোর নাম। রান্নাঘরের সেলফ থেকে খুঁজে পেতে সহজ হবে।

এশিয়ায় নির্ভয়ে ঘোরার নতুন ঠিকানা জাপান

এআই ঢুকছে শ্রেণিকক্ষে, শিক্ষকেরা ঝুঁকছেন মৌখিক পরীক্ষার দিকে

গোল্ডেন গ্লোবস ২০২৬: রেড কার্পেট মাতানো সেরা ১০ তারকার পোশাক

আজকের রাশিফল: সততা বিপদ থেকে বাঁচাবে, প্রেমে পড়ার আগে ব্যাকগ্রাউন্ড যাচাই করুন

পুরোনো মোবাইলকে বানিয়ে ফেলুন সিসি ক্যামেরা

চাষিদের পিঠা উৎসব—গ্রামবাংলার ঐতিহ্যে মিলনমেলা

স্ত্রী রাগ করলে পুরুষেরা প্রায়ই নীরব থাকে কেন

মিথ্যা বলার অভ্যাস ছাড়ার ৫ উপায়

যুক্তরাষ্ট্র যেসব কারণে ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে

শিশুর টিফিনে দিন নানা স্বাদের পুষ্টিকর প্যান কেক