হোম > জীবনধারা > জেনে নিন

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ঢেউ’-এর র‍্যাফল ড্র অনুষ্ঠিত

ফিচার ডেস্ক, ঢাকা 

র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল একটি আই ফোন সিক্সটিন প্রো ম্যাক্স। ছবি: সংগৃহীত

‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাবব্র্যান্ড ‘ঢেউ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ র‍্যাফল ড্র আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার বিকেল ৪টায় সারার মোহাম্মদপুরের আউটলেটে আয়োজিত ফেসবুক লাইভে গিভ অ্যাওয়ের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। র‍্যাফল ড্রয়ে প্রথম পুরস্কার ছিল একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স। এ পুরস্কার জিতেছেন মাসুম রানা। দ্বিতীয় পুরস্কার ছিল একটি গেম প্লেয়ার প্লে স্টেশন ফাইভ। এটি জিতেছেন ফারজানা আক্তার মাহি। এ ছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী ছিলেন রুবাইয়াত রুবা। তিনি জিতেছেন একটি আকর্ষণীয় অ্যাপল ওয়াচ সিরিজ-১০।

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। এর প্রথম আউটলেট ছিল ঢাকার মিরপুর-৬ এ। এরপর প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় আউটলেট তৈরি করে বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এতে। এ ছাড়া ঢাকার মধ্য়ে মোহাম্মদপুর, ওয়ারী, উত্তরা, বারিধারা জে ব্লক ও বনশ্রীতে রয়েছে এর আউটলেট। ঢাকার বাইরে রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী, বরিশাল ও নারায়ণগঞ্জেও রয়েছে সারার আউটলেট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্রুতই খুলনা শহরের শিববাড়ি মোড়ে সারার আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।

আউটলেটে কেনাকাটার পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট থেকে দেশের যেকোনো জায়গায় বসেই অর্ডার করা যাবে পছন্দের পণ্যটি। এ ছাড়া তাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করার সুবিধা রয়েছে। চাইলে কেনাকাটার জন্য সারা অ্যাপ ডাউনলোড করা যাবে প্লে স্টোর থেকে।

জাপানের ‘অলিখিত নিয়ম’—যেগুলো না জানলে বিব্রত হতে পারেন পর্যটকেরা

নতুন বছরে চুলের ছাঁটে বদল আনতে চাচ্ছেন? এই হেয়ারকাটগুলো বিবেচনায় রাখতে পারেন

আজকের রাশিফল: অন্যের নামে সঙ্গীকে ডেকে হুলুস্থুল বাধাবেন, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা

২০২৫ সালের বিয়ের সাজে যা কিছু এল এবং গেল

বিয়ের ঘরোয়া আয়োজনে ভোজন পর্বে যা রাখতে পারেন

যেমন হবে বাইকারদের শীতপোশাক

মধুতে বিষ! শত শত বছর ধরে খেয়ে চলেছে মানুষ এই বিশেষ মধু

শীতে চাদর স্টাইলিং করবেন যেভাবে

সবুজ পৃথিবীর জন্য ২০২৬: নতুন বছরে কিছু পরিবেশবান্ধব সংকল্প নিন

শীতে ময়শ্চারাইজার ব্যবহারের পাশাপাশি খেতে হবে এই কয়েকটি খাবার