হোম > জীবনধারা

স্থূলকায় হলে প্যাস্টেল শেড এড়িয়ে চলুন

প্রশ্ন: আমার বয়স ১৭ বছর। কিছুটা স্থূল। দেহের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। মুখের গড়ন হালকা লম্বা। কোন ধরনের পোশাক অথবা কোন রঙের পোশাক মানাবে? জানালে উপকৃত হব।
নাফিস সাদিক, কালীগঞ্জ, ঝিনাইদহ

প্যাস্টেল শেড এড়িয়ে চলুন। লম্বা স্ট্রাইপ ফ্যাব্রিকসের পোশাক পরতে পারেন।

প্রশ্ন: বেশ কিছুদিন হলো, আমার মাথায় খুশকি বাড়ছে; সেই সঙ্গে উকুনও। এর ফলে মাথায় বিভিন্ন সমস্যা হচ্ছে। কোন ধরনের ওষুধে উপকার পাওয়া যাবে? কোন পদ্ধতি ব্যবহার করলে উকুন ও খুশকি—দুটো থেকেই মুক্তি পাওয়া যাবে?
মনীষা ঘোষ, বাগেরহাট

প্রথমে উকুননাশক তেল ব্যবহার করে উকুনমুক্ত হতে হবে। এরপর ভালো পারলার থেকে ড্যানড্রফ ট্রিটমেন্ট করে তাদের পরামর্শমতো শ্যাম্পু, কন্ডিশনার, সেরাম নিয়মিত ব্যবহার করতে হবে।

প্রশ্ন: আমার মুখে ও গালের দুপাশে মেছতার মতো বাদামি ছিট ছিট দাগ হচ্ছে। 
আগে ছিল না। এগুলো কী ধরনের মেছতা? কীভাবে যত্ন নিতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

মেছতা হতে পারে বা হরমোনের ভারসাম্যহীনতা বা সান ট্যানও হয়ে থাকতে পারে। তাই অভিজ্ঞ কসমেটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে তাঁদের পরামর্শমতো ব্যবস্থা গ্রহণ করুন।

পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

আপনার কি শুধুই দেরি হয়ে যায়? জেনে নিন বিজ্ঞান কী বলছে

২০২৬ সালে লিপস্টিকের যে ৫টি ট্রেন্ড জনপ্রিয় হবে

সব চর্বি কি সবার জন্য সমান ক্ষতিকর

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে বিয়ে আর ঋণ—দুটাই সমান বিপজ্জনক

উৎসবে ঘরের আবহ বদলে দেবে আলোর ব্যবহার

বেকিং করতে কোন খাবারে কোন ময়দা

তিনটি সহজ ও সুস্বাদু ভেজ খাবার

কোলাজেন ট্রিটমেন্ট স্ট্রেচ মার্ক কমায়

রেস্তোরাঁ নয়, বাড়িতেই তৈরি করুন ক্রিস্পি চিকেন ফ্রাই

পৌষের হাওয়া লেগে ফাটছে গোড়ালি? সমাধান আছে ঘরেই