প্রশ্ন: আমার বয়স ১৭ বছর। কিছুটা স্থূল। দেহের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। মুখের গড়ন হালকা লম্বা। কোন ধরনের পোশাক অথবা কোন রঙের পোশাক মানাবে? জানালে উপকৃত হব।
নাফিস সাদিক, কালীগঞ্জ, ঝিনাইদহ
প্যাস্টেল শেড এড়িয়ে চলুন। লম্বা স্ট্রাইপ ফ্যাব্রিকসের পোশাক পরতে পারেন।
প্রশ্ন: বেশ কিছুদিন হলো, আমার মাথায় খুশকি বাড়ছে; সেই সঙ্গে উকুনও। এর ফলে মাথায় বিভিন্ন সমস্যা হচ্ছে। কোন ধরনের ওষুধে উপকার পাওয়া যাবে? কোন পদ্ধতি ব্যবহার করলে উকুন ও খুশকি—দুটো থেকেই মুক্তি পাওয়া যাবে?
মনীষা ঘোষ, বাগেরহাট
প্রশ্ন: আমার মুখে ও গালের দুপাশে মেছতার মতো বাদামি ছিট ছিট দাগ হচ্ছে।
আগে ছিল না। এগুলো কী ধরনের মেছতা? কীভাবে যত্ন নিতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
মেছতা হতে পারে বা হরমোনের ভারসাম্যহীনতা বা সান ট্যানও হয়ে থাকতে পারে। তাই অভিজ্ঞ কসমেটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে তাঁদের পরামর্শমতো ব্যবস্থা গ্রহণ করুন।
পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার