হোম > জীবনধারা

ফ্যাশনেও ভিন্ন ইতালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধ্বংসস্তূপ থেকে উঠে রূপকথার জন্ম দিয়ে ইউরো ২০২০ জিতে নিয়েছে ইতালি। মাঠের খেলায় তারা যেমন ছিল অন্য রকম এক ফিনিক্স পাখি, ফ্যাশনেও তেমনি ছিল সবার থেকে ভিন্ন। ইউরো ২০২০ উপলক্ষে ইতালিয়ান লাক্সারি ফ্যাশন হাউস আরমানি ইতালি ফুটবল দলের অফিশিয়াল ট্রাভেল স্যুট নকশা করে। জ্যাকেটের কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় সিনথেটিক ফ্যাব্রিক। হালকা নীল ও সাদার মিশেলে বানানো জ্যাকেট ও কালো রঙের ট্রাউজারের এ স্মার্ট স্যুট নজর কেড়েছে গোটা বিশ্বের–এ কথা বলা বাহুল্য। জ্যাকেটের ছিল দুটি ধরন। খেলোয়াড়দের জন্য ছিল কলার ছাড়া আর কোচ ও কোচিং স্টাফদের জন্য ছিল কলারসহ জ্যাকেট। তবে জ্যাকেট ও ট্রাউজারের রং সবার ছিল একই।

ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি বলেন, ‘স্বতঃস্ফূর্ততা, খেলার উপযোগী ও কমনীয়তাকে একত্র করে ডিজাইন করেছি। এমন একটি স্য়ুট তৈরি করেছি, যা পরতে হালকা। সঙ্গে টিমের গৌরব বয়ে বেড়াবে।’

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গ্যাব্রিয়েল গ্র্যাভিনা বলেছেন, ‘তারুণ্য, মার্জিত ও প্রত্যয়–এই তিনটি মৌলিক বৈশিষ্ট্যকে একত্র করে এই স্যুট ডিজাইন করার জন্য আরমানির ধন্যবাদ প্রাপ্য।’

ইউরো ২০২০ অনুষ্ঠিত হয় চলতি বছরের ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে বাজিমাত করে ইতালি।

আরমানির নকশা করা ট্রাভেল স্যুট এ বিজয়ের সঙ্গী হয়। খেলা পরবর্তী বিজয় শোভাযাত্রা, রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করাসহ সব আনুষ্ঠানিকতায় এ জ্যাকেট ও ট্রাউজার ইতালি দলের সঙ্গী ছিল।

জেন আলফা বদলে দিচ্ছে আগামীর খাদ্যাভ্যাস

নতুন বছরে আপনার ঘরে আনুন সচেতন পরিবর্তন

সন্ধ্যায় চায়ের সঙ্গে টা চাই? ঝটপট তৈরি করে নিন মুচমুচে পেঁয়াজু

ছোট ঘর সাজান মাল্টিফাংশনাল আসবাবে

জাপানের ‘অলিখিত নিয়ম’—যেগুলো না জানলে বিব্রত হতে পারেন পর্যটকেরা

নতুন বছরে চুলের ছাঁটে বদল আনতে চাচ্ছেন? এই হেয়ারকাটগুলো বিবেচনায় রাখতে পারেন

আজকের রাশিফল: অন্যের নামে সঙ্গীকে ডেকে হুলুস্থুল বাধাবেন, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা

২০২৫ সালের বিয়ের সাজে যা কিছু এল এবং গেল

বিয়ের ঘরোয়া আয়োজনে ভোজন পর্বে যা রাখতে পারেন

যেমন হবে বাইকারদের শীতপোশাক