হোম > জীবনধারা

রনবী, কাক ও কাঠঠোকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টোকাইয়ের কথা মনে আছে? ওই যে চেক লুঙ্গি পরা আর কাঁধে বিশাল বস্তা নিয়ে ঘুরে বেড়ানো ছেলেটি? তার আশপাশে ঘুরে বেড়ায় কালো কাকেরা। চিনতে পারছ না বুঝি?

মাকে জিজ্ঞেস করো, মা গড়গড় করে সব বলে দেবেন। হ্যাঁ, বাবাও তাঁকে চেনেন।

রং নেই, কেবল কালো কালিতে সেই টোকাই এঁকেছিলেন শিল্পী রফিকুননবী। আমরা সবাই তাঁকে রনবী বলেই চিনি।

কিন্তু খেয়াল করলে দেখবে, রনবী অনেক দিন হলো টোকাই আর কাককে আঁকছেন না। কেন বলো তো? হুট করে কী আঁকা বন্ধ করা যায় বলো?

তোমার কী মনে হয়, রনবীর কাগজ আর কালি ফুরিয়ে গেছে, তাই তিনি আঁকতে পারছেন না? তা তো হওয়ার কথা নয়। মহা বড় শিল্পী বলে কথা, এসব ফুরোলে চলে না। কাকেরাও কিন্তু ব্যাপারটা টের পেয়ে গেছে বটে। রনবী তাদের আর আঁকছেন না। তারা একেবারে নাছোড়বান্দা। নাহ্‌, এ বড় অন্যায়। রনবীকে কাক আঁকতেই হবে। তাই কাকেরা অবরোধ করল। ঘেরাও হবে রনবীর বাড়ি। কাকেদের অবরোধে বন্দী তিনি। মহা বিপদে পড়ে রনবী কী ভাবছেন?

নাকি খাতা-কলম নিয়ে আঁকতে বসেছেন কাকেদের ছবি। জানতে হলে পড়ে ফেলতে হবে ‘রনবী, কাক ও কাঠঠোকরা’ বইটি। এটি লিখেছেন তুষার আবদুল্লাহ। বইয়ের সুন্দর সব ছবি এঁকেছেন রফিকুননবী নিজেই। এ বইটির দাম ১৫০ টাকা মাত্র। ইকরি মিকরি প্রকাশনী থেকে বের হয়েছে বইটি। 

প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে পুরুষদের যে ৭টি অভ্যাস বদলানো উচিত

আজকের রাশিফল: বহু যত্নে লালিত স্বপ্ন সত্যি হবে, সাবধানে মুখ খুলুন

কাজুবাদাম দিয়ে গরুর মাংসের ঝাল রসা

ফিরে ফিরে আসে ষাটের দশকের মেকআপ

ঘুরে আসুন কাউয়ার চর

দেশে সরকার অনুমোদিত পাঁচ তারা ২০টি হোটেল

আজকের রাশিফল: প্রিয়জন-বেষ্টিত থেকেও নিঃসঙ্গ লাগবে, মানুষ চেনার অধ্যায় শুরু

২০২৬ সালে ভ্রমণ করার নিরাপদ দেশগুলো

ট্যুর মুরল্যান্ডের ১৪তম বর্ষপূর্তি

সামনেই বিয়ে? ত্বকের প্রস্তুতি শুরু হোক এখন থেকেই