শহুরে বাসাবাড়িতে বারান্দায় ও জানালার ধার ঘেঁষে যেসব গাছ লাগানো হয়, সেগুলোর অধিকাংশই ইনডোর প্ল্যান্ট। এরা বিশেষ যত্নআত্তি আশা করে না। সামান্য পানি, আলো আর ফুরফুরে বাতাস পেলেই তরতরিয়ে বেড়ে ওঠে।
গাছ লাগানোর জন্য বর্ষার সময়টা সেরা। কারণ, এ সময় আর্দ্রতা ও তাপমাত্রা দুটোই কম থাকে। ফলে গাছ দ্রুত শিকড় ছড়াতে পারে। তবে বছরের এ সময়টায় গাছের বাড়তি যত্নের প্রয়োজন হয়। পানি দেওয়া থেকে শুরু করে সার দেওয়া পর্যন্ত কিছু বিষয়ে লক্ষ রাখা প্রয়োজন।