হোম > জীবনধারা

বর্ষায় বারান্দার গাছের যত্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শহুরে বাসাবাড়িতে বারান্দায় ও জানালার ধার ঘেঁষে যেসব গাছ লাগানো হয়, সেগুলোর অধিকাংশই ইনডোর প্ল্যান্ট। এরা বিশেষ যত্নআত্তি আশা করে না। সামান্য পানি, আলো আর ফুরফুরে বাতাস পেলেই তরতরিয়ে বেড়ে ওঠে।

গাছ লাগানোর জন্য বর্ষার সময়টা সেরা। কারণ, এ সময় আর্দ্রতা ও তাপমাত্রা দুটোই কম থাকে। ফলে গাছ দ্রুত শিকড় ছড়াতে পারে। তবে বছরের এ সময়টায় গাছের বাড়তি যত্নের প্রয়োজন হয়। পানি দেওয়া থেকে শুরু করে সার দেওয়া পর্যন্ত কিছু বিষয়ে লক্ষ রাখা প্রয়োজন।

যা করবেন

  • গাছে পানি দেওয়ার আগে টবের মাটি ভেজা রয়েছে কি না, তা খেয়াল করতে হবে। বর্ষা মৌসুমে গাছের
  • খুবই অল্প পানির প্রয়োজন পড়ে। অতিরিক্ত পানি দিলে গাছের শিকড় পচে যেতে পারে।
  • বিকেল ৩টার পর গাছে পানি না দেওয়াই ভালো।
  • টবে যেন পানি কোনোভাবেই জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
  • অতিরিক্ত পানি বের করে দিতে টবের নিচে ছিদ্র করে দিতে হবে।
  • এ সময় গাছের পাতা ও ডাল নিয়মিত নেড়ে দেখতে হবে–পোকা ধরেছে কি না।
  • গাছগুলো এমন স্থানে রাখতে হবে, যেখানে আলো-বাতাস চলাচল করতে পারে। এ সময় আর্দ্রতা বেশি থাকে বলে গাছ প্রয়োজনীয় আলো ও বাতাস না পেলে নষ্ট হয়ে যেতে পারে।
  • গাছে সার দিতে চাইলে সকাল ৭টা থেকে বেলা ১১টার মধ্যে দিয়ে দেওয়া ভালো।
  • বর্ষায় সপ্তাহে একবার কীটনাশক ও ছত্রাকনাশক গাছে ব্যবহার করা উচিত।
  • এ সময় গাছের ডাল নিয়মিত ছাঁটা উচিত।
  • ক্যাকটাস ও অন্যান্য সাকুলেন্ট এমন স্থানে রাখতে হবে, যেখানে বৃষ্টির পানি পড়বে না। 

সাজি ভালোবাসার লাল-সবুজে

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

শীতে চামড়া বা কাপড়ের জুতা পরুন

পেট্রোলিয়াম জেলির যত ব্যবহার

রঙিন চুলের বিশেষ যত্ন

এই ডিসেম্বরে যা কিছু করতে পারেন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

শীতকালে কলা খাবেন কি না

অনুষ্ঠিত হলো দেশের প্রথম এআইএমএস সার্টিফায়েড ৩০ কিলোমিটার ম্যারাথন