‘দিল বেচারা’র নায়িকা সানজানা সাংঘি। ধাপে ধাপে নিয়ম মেনে রূপচর্চায় খুব একটা আগ্রহী নন। তবে নিয়ম করে রাতে চুলে নারকেল তেল মাখেন। মনে করে লিপ বামটা সঙ্গেই রাখেন। আর কী করেন তিনি সুন্দর থাকতে? জেনে নিন।
সূত্র: আইদিভা