হোম > জীবনধারা

সানস্ক্রিনের সঠিক ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের প্রতিরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হয়। ত্বকের এই স্তর ত্বককে ক্যানসারের মতো মারাত্মক অসুখ থেকে বাঁচায়। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার থেকে মুক্তি পাওয়া সম্ভব। তীব্র রোদে সুরক্ষা ছাড়া বের হলে ত্বকে দেখা দেয় নানা সমস্যা। ত্বকের লালচে ভাব, চুলকানি, ত্বক পুড়ে যাওয়ার মতো সমস্যা দূর করতে পারে সানস্ক্রিন।

যেভাবে ব্যবহার করবেন

অনেকে সানস্ক্রিন লাগিয়ে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে পড়েন। এটা একেবারেই ঠিক নয়।

রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘সকাল ৯টার পর রোদে গেলে অবশ্যই শরীরের যেসব অংশ উন্মুক্ত থাকে, সেসব অংশে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাইরে বের হওয়ার ২০ মিনিট বা আধা ঘণ্টা আগে সানস্ক্রিন লাগাতে হবে। কারণ সূর্যের আলো প্রথম ১০ মিনিট আমাদের ত্বকে কোনো ক্ষতিকারক প্রভাব ফেলে না। সে ক্ষেত্রে সানস্ক্রিন যদি বাইরে বের হওয়ার ২০ মিনিট আগে ত্বকে লাগানো হয়, তাহলে আরও ১০ মিনিট সময় পাওয়া যায়, যে সময় সানস্ক্রিন অতিবেগুনি রশ্মি মোকাবিলায় কাজ করতে পারে।’

যাঁরা কর্মজীবী ও দীর্ঘক্ষণ বাইরে থাকেন, তাঁরা সানস্ক্রিন মাখতে ভুলবেন না। বাইরে বের হওয়ার আগে প্রথমে ময়েশ্চারাইজার, এরপর সানস্ক্রিন লাগিয়ে তারপর মেকআপ করতে হবে। অনেক সময় ময়েশ্চারাইজারের সঙ্গেও সানস্ক্রিন থাকে, সে ক্ষেত্রে আলাদা করে ব্যবহারের প্রয়োজন নেই।

অনেকেই মনে করেন, বাড়িতে থাকলে বুঝি সানস্ক্রিন মাখার প্রয়োজন নেই। রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন জানান, বাড়িতে রান্নার সময়ও ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

পোষা প্রাণী নিয়ে বিমানযাত্রার আগে জেনে নিন

স্বল্প খরচে নেপাল ভ্রমণের ১১ পরামর্শ

শেষকৃত্যের পরিকল্পনা নিজেরাই করছেন মার্কিন প্রবীণেরা

স্টেইনলেস স্টিলের হাঁড়িপাতিল ঠিক রাখতে জেনে নিন এই পদ্ধতিগুলো

কেনাকাটার জন্য যে দেশে নাগরিকদের দেওয়া হচ্ছে নগদ অর্থ

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

বড় দিনে কেক হবে না!

অনুষ্ঠানের আগে ত্বকের যত্ন নেবেন যেভাবে

ডেটি ডিসেম্বর: বিশ্বের অন্যতম বড় উৎসব

এক অগোছালো স্ক্র্যাপবুকের ফ্যাশন স্মৃতি: ২০০০ থেকে ২০২৫ এ প্রত্যাবর্তন