অনেকের বাড়িতেই পিতলের তৈজসপত্র রয়েছে। বিশেষ দিন বা উপলক্ষ ছাড়া এগুলো তেমন বের করাও হয় না। ব্যবহার না করার ফলে অনেক পুরোনো পিতলের প্লেট, জগ বা গ্লাসে কালচে একটা স্তর পড়ে থাকে।
কালচে ভাব তোলার উপায়
১
পিতলের প্লেট, গ্লাস বা অন্যান্য তৈজসপত্র সব সময় পরিষ্কার করার জন্য গরম পানি ও ক্ষারজাতীয় জিনিস ব্যবহার করা উচিত। এগুলোয় যদি নকশা থাকে তাহলে নকশার ভেতরে ময়লা জমতে পারে। সে ক্ষত্রে পুরোনো টুথব্রাশ দিয়ে নকশার ভেতর ঘষে ঘষে পরিষ্কার করতে হবে।
২
অনেক দিন অব্যবহারে হওয়া কালচে ভাব দূর করতে কেচাপ মাখিয়ে রেখে দিতে হবে এক ঘণ্টা। এরপর গরম পানি ঢেলে ভিম দিয়ে মেজে নিলেই দাগ দূর হবে।
পিতলের তৈজসপত্রে ঝকঝকে ভাব আনতে সমপরিমাণ লবণ ও বেকিং সোডার সঙ্গে ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট পিতলের ওপর মাখিয়ে রেখে দিন এক ঘণ্টা। এরপর ওপরের নিয়মে ধুয়ে ফেলুন।
৪
পিতল খুব ভালো পরিষ্কার করে লেবু। একটি লেবু চার টুকরো করুন। এরপর লেবুর ওপর লবণ ছড়িয়ে পিতলের প্লেট, বাটি, গ্লাস বা ফুলদানি ঘষতে থাকুন। ভালোভাবে ঘষে আধা ঘণ্টা রেখে দিন। এরপর ভিম দিয়ে মেজে ধুয়ে ফেলুন।
৫
তেঁতুল পেস্ট করে পিতলের তৈজসপত্রে মাখিয়ে রাখলে দাগ উঠে যায়।
সূত্র: ববভিলা