বন্ধু দিবসকে সামনে রেখে উদ্যাপনের উপাচার সাজিয়েছে 'রঙ বাংলাদেশ'। এ আয়োজনে রয়েছে অসাধারণ আবেগ। রঙ বাংলাদেশের বন্ধু দিবস কালেকশনে রয়েছে টি-শার্ট, শার্ট, ফতুয়া, শিশুদের পোশাক। এ ছাড়া উপহার সামগ্রী হিসেবে আছে মগ, গয়না ও শোপিস।
বন্ধু দিবসের কালেকশনের পাশাপাশি রঙ বাংলাদেশের নিয়মিত সংগ্রহে আছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, স্কার্ট-টপস, পাঞ্জাবি, ওড়না, আনস্টিচড। করোনার এ সময় বাসায় বসেই অর্ডার করতে পারবেন পছন্দের এসব পোশাক। এ জন্য সব ডিজিটাল মাধ্যম ছাড়াও রয়েছে ক্যাশ অন ডেলিভারির বিশেষ সুযোগ।
পছন্দের পণ্য অর্ডার করতে অনলাইনে ভিজিট করুন রঙ বাংলাদেশের ওয়েবসাইট। এ ছাড়া প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে। যোগাযোগ করতে পারেন ফোন বা হোয়াটস্ অ্যাপে: +৮৮০১৭৭৭৭৪৪৩৪৪, +৮৮০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
আনন্দময় হোক বন্ধু দিবস। দীর্ঘ হোক বন্ধুত্ব।