কারও পছন্দ হাতলওয়ালা চিরুনি আবার কারও পছন্দ চিকন দাঁতের। একসময় হাতির দাঁতের চিরুনি তৈরি হতো। শঙ্খ দিয়ে তৈরি চিরুনির কথাও শোনা যায়। তবে সেসব দিন গত হয়েছে। এখন বেশির ভাগ চিরুনি তৈরি হয় প্লাস্টিক থেকে। কখনো দেখা যায় কাঠের চিরুনিও। কিন্তু কোন চিরুনি আপনার চুলের উপযোগী, সেটা না জেনে ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে।
কোন চুলে কেমন চিরুনি